Battery Replacement: ফোনের ব্যাটারির অবস্থা শোচনীয়? মাত্র 499 টাকায় বদলে দেবে Xiaomi
Xiaomi Battery Replacement Program: শাওমি ফোনের ব্যাটারির সমস্যা নিয়ে গ্রাহকদের আর চিন্তা করতে হবে না। নতুন পরিষেবা দিতে চলেছে সংস্থাটি। মাত্র 499 টাকা খরচ করলেই আপনার ফোনের ব্যাটারি বদলে দেওয়া হবে।
মূলত যে কারণে আমাদের দুই বছর অন্তর অন্তর একটা স্মার্টফোনের ব্যাটারি বদলাতে হয়, তা হল তার ব্যাটারি। আর এ দেশে বেশির ভাগ মানুষই বাজেট বা মিড-রেঞ্জের ফোন অর্থাৎ একটু কম দামের ফোন ব্যবহার করেই অভ্যস্ত। দেশের ঘরে ঘরে অন্তত একটা Xiaomi-র ফোন দেখা মিলবে। সেই সংস্থাই এবার তার গ্রাহকদের পুরাতন ফোনের ব্যাটারি সমস্যা চিরতরে দূর করে দিতে চলেছে। যে সব গ্রাহকরা অহরহ শাওমি ফোনের ব্যাটারি বা চার্জিং সংক্রান্ত সমস্যার সম্মুখীন, তাঁদের ফোনের ব্যাটারি বদলে দিতে চলেছে সংস্থাটি। নতুন ব্যাটারি রিপ্লেসমেন্ট প্রোগ্রাম (Battery Replacement) নিয়ে হাজির হয়েছে শাওমি, যার সাহায্যে গ্রাহকরা Mi সার্ভিস সেন্টারে গিয়ে ফোনের ব্যাটারি চেক করিয়ে নিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়। খুব কম খরচে Xiaomi স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যাটারি বদলে নেওয়াপ সুযোগও দেওয়া হবে।
ট্যুইটারে Xiaomi ঘোষণা করেছে যে, মাত্র 499 টাকা দিয়ে ব্যবহারকারীরা নিজেদের ফোনের ব্যাটারি রিপ্লেস করিয়ে নিতে পারবেন। Redmi ও Xiaomi দুই ফোনের ক্ষেত্রেই এই অফারটি লাগু হবে। এখন আপনার ডিভাইস যদি অনেকটাই পুরনো হয়, তাহলে ধরেই নিতে হবে যে ফোনটির ব্যাটারির বেশ কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে সবথেকে বড় সমস্যাটি হল, ব্যাটারি ড্রেন ইস্যু। আপনি দীর্ঘক্ষণ ফোনে চার্জ দিয়ে রেখেছেন, কিন্তু আদপে তা চার্জ হচ্ছে এক্কেবারে ঢিমে তালে। দৈনন্দিন এই সমস্যার মুখোমুখি হতে-হতে একজন গ্রাহককে ফোন কেনার দেড় থেকে দুই বছরের মধ্যে আবার একটা ফোন কিনে ফেলতে হয়।
ব্যাটারি সংক্রান্ত এহেন সমস্যার সম্মুখীন সবথেকে বেশি করে থাকেন Xiaomi স্মার্টফোন ব্যবহারকারীরাই। সেই তাঁদের জন্যই এবার একটা সমাধানসূত্র নিয়ে হাজির হয়েছে সংস্থাটি। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, ব্যাটারি বদলানোর প্রাথমিক খরচা হল 499 টাকা। এখন আপনি কী ফোন ব্যবহার করছেন, তার উপরে নির্ভর করে এই খরচটা বাড়তেও পারে।
ফোনের ব্যাটারি বদলাতে হবে, কখন বুঝবেন
ফোনের ব্যাটারি বদলানোর সবথেকে বড় সংকেতটি হল, চার্জ হতে দীর্ঘ সময় নিয়ে নেওয়া। তখনই আপনাকে বুঝে নিতে হবে যে, ব্যাটারি বদলানোর সময় এসে গিয়েছে। তার থেকেও বড় কথা হল, একটা সময় যখন আপনার ফোনটি একবার চার্জ দিলে 10 ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাকআপ দিতে পারত, সেটাই যদি হুট করে 3-4 ঘণ্টা বা তারও কম হয়ে যায়। আর এমনটা যাতে না হয়, তখন আপনি দিনে বারংবার চার্জ দিতে থাকেন, সেটাও একটা বড় সংকেত।
এছাড়াও রয়েছে আরও একটা বড় চিহ্ন। ধরুন, আপনার ফোনটা 100% চার্জ হয়ে গিয়েছে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই দেখা গেল কোনও কারণ ছাড়াই ব্যাটারি দেখাচ্ছে 80%-90% তখনও আপনাকে বুঝে নিতে হবে যে, ব্যাটারির অবস্থা শোচনীয়। বিশেষজ্ঞরা সব সময় পরামর্শ দেন যে, যেখান সেখান থেকে ফোনের জন্য নতুন ব্যাটারি কিনবেন না। ব্যাটারি বদলানোর জন্য আপনাকে সব সময় যে সংস্থার ফোন ব্যবহার করছেন, সেই ফোনেরই অরিজিনাল ব্যাটারি রিপ্লেস করা উচিৎ। আর এবার আপনি Mi সার্ভিস সেন্টারে গিয়েই বদলে নিতে পারবেন আপনার Xiaomi ফোনের ব্যাটারি।