দামি Xiaomi MI 11X Pro 5G এখন খুব সস্তা, অ্যামাজনে 9,991 টাকা ও ফ্লিপকার্টে 17,991 ছাড়, ফোনটা কেনা উচিৎ?
Xiaomi MI 11X Pro 5G Price Cut In India: ভারতে অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে খুবই সস্তা হল দামি শাওমি এমআই ১১এক্স প্রো ৫জি ফোনটি। কিন্তু গত বছর লঞ্চ হওয়া এই ফোনটি এখন কেনা কি উচিৎ? জানতে পড়ুন।
Xiaomi 11X Pro 5G ফোনটি ই-কমার্স ওয়েবসাইটগুলি থেকে ব্যাপক ছাড়ে পাওয়া যাচ্ছে। তারই ফলে প্রিমিয়াম 5G হ্যান্ডসেটটি এখন 30,000 টাকার মধ্যেই বাড়ি নিয়ে যেতে পারবেন কাস্টমাররা। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন চিপসেট। চমৎকার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা HDR 10+ সার্টিফায়েড। অ্যামাজন এবং ফ্লিপকার্ট দুই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেই বড়সড় ছাড়ে এই ফোনটি ক্রয় করা যাবে। তারপরেও আবার রয়েছে বেশ কিছু ব্যাঙ্কের অফার, সঙ্গে এক্সচেঞ্জ অফারও। আর তার ফলেই ফোনটির দাম ঠিক এতটা কমেছে।
Xiaomi MI 11X Pro 5G ফোনে অ্যামাজন ও ফ্লিপকার্টের অফার
Xiaomi MI 11X Pro 5G ফোনটির দাম অ্যামাজনে শুরু হচ্ছে 29,999 টাকা থেকে। এই একই ফোনের দাম আবার ফ্লিপকার্টে 21,999 টাকা। এই প্রিমিয়াম ডিভাইসটি ভারতের বাজারে 39,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ এই ফোনে কাস্টমাররা ফ্লিপকার্ট থেকে 17,991 টাকা ছাড় পেয়ে যাবেন এবং অ্যামাজনে পেয়ে যাবেন 9,991 টাকা ছাড়।
SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI ট্রান্জ়াকশনে যে সব কাস্টমার এই ফোনটি ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন 1,000 টাকা ছাড়। যদিও এই অফারটি কেবল মাত্র অ্যামাজনেই পাওয়া যাবে। পাশাপাশি ই-কমার্স জায়ান্টটি আপনাকে পুরনো ফোন বদলে Xiaomi MI 11X Pro 5G তুলে দেবে এবং তার জন্য দেওয়া হবে আরও 13,800 টাকা অতিরিক্ত ছাড়।
এখন আপনি যদি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারে প্রলুব্ধ না হন, তাহলেও কিন্তু যে অফার থাকছে তা মন্দ নয়। এখন প্রশ্ন হচ্ছে, 30,000 টাকা দামের মধ্যে কি আপনার Xiaomi MI 11X Pro 5G ফোনটি কেনা ঠিক হবে? নাকি এর থেকেও আপডেটেড মডেল এই মুহূর্তে মার্কেটে রয়েছে, যার দামও কম।
30,000 টাকা দামের মধ্যে সেরা 5G ফোন Xiaomi MI 11X Pro 5G?
গত বছর এপ্রিল মাসে ফোনটি লঞ্চ হয়েছে। এখনও এটি একটি যথেষ্ট ভাল স্মার্টফোন। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 888 প্রসেসর, যা দামি ফোন OnePlus 9RT-তেও দেওয়া হয়েছে। অত্যন্ত পারদর্শি একটি চিপসেট যা আপনাকে মসৃণ গেমিং অভিজ্ঞতা এবং দৈনন্দিন অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে কোনও সমস্যার সৃষ্টি করবে না।
হাই-এন্ড E4 AMOLED প্যানেল রয়েছে এই ফোনে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। HDR 10+ সাপোর্ট করে ফোনটি, যার মাধ্যমে ব্যবহারকারীরা হাই-কোয়ালিটি HDR কন্টেন্ট চাক্ষুষ করতে পারবেন। এই প্যানেলটি 1,300নিটস পিক ব্রাইটনেস দিতে সক্ষম, যে কারণে সূর্যালোকেও এই ডিসপ্লে দেখা খুব একটা সমস্যার হয় না।
অত্যন্ত শক্তিশালী একটি 4,520mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর কী চাই! রয়েছে ডুয়াল স্পিকার্স সেটআপ যা ডলবি অ্যাটমোস সার্টিফায়েড। এই Xiaomi MI 11X Pro 5G স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 108MP। আদর্শ আলো পেলে দুরন্ত শটস নিতে পারবে এই সেন্সর।
সব মিলিয়ে এই ফোনের দাম যে পরিমাণ কমানো হয়েছে, সেই অনুপাতে আপনি অনবদ্য কিছু ফিচার্স পেয়ে যাচ্ছেন। তাই এই অফার আপনার যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করার সময় এসে গিয়েছে।