ইউরোপের বাজারে লঞ্চ হল নোকিয়া ৫.৪, ভারতে কবে আসছে?
ডুয়াল সিমের এই ফোনের ব্যাটারি ৪০০০mAh।
ফের নতুন স্মার্টফন লঞ্চ করল নোকিয়া। তবে নোকিয়া ৫.৪ লঞ্চ হয়েছে কেবলমাত্র ইউরোপের বাজারে। ভারতের বাজারে এই ফোন কবে লঞ্চ হবে সে ব্যাপারে এখনও কিছু জানাননি নোকিয়া কর্তৃপক্ষ। তবে খুব তাড়াতাড়িই ভারতে এই ফোন লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং মধ্য প্রাচ্যে এই ফোন লঞ্চ করার জন্য এর মধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে এই সংস্থা।
আজই ইউরোপীয় বাজারের জন্য লঞ্চ হয়েছে নোকিয়ার এই স্মার্টফোন। দাম ধার্য করা হয়েছে ১৮৯ ইউরো। ভারতীয় মুদ্রায় এর দাম ১৬,৯৯০ টাকা। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের ফোনের জন্য এই দাম ধার্য করা হয়েছে। তবে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ফোনের দাম এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি নোকিয়া কর্তৃপক্ষ। আপাতত পোলার নাইট এবং ডাস্ক এই দুই রঙয়ে পাওয়া যাবে নোকিয়ার নতুন স্মার্টফোন।
আরও পড়ুন- কম বাজেটে শাওমির নতুন স্মার্টফোন, ডিসেম্বরেই আসছে রেডমি ৯ পাওয়ার
কী কী ফিচার রয়েছে এই স্মার্টফোনে-
১। একবার চার্জ দিলে টানা দু’দিন পর্যন্ত চালু থাকবে এই ফোন।
২। এই ফোনে রয়েছে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন। ভাল ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে OZO স্প্যাশিয়াল অডিও সাপোর্ট। যার ফলে আশেপাশের ‘উইন্ডি নয়েস’ শোনা যাবে না ভিডিওতে।
৩। নোকিয়ার এই স্মার্টফোনে থাকছে ৬.৩৯ ইঞ্চির HD+ ডিসপ্লে। প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে অক্টাকোর Qualcomm-এর স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট।
৪। ডুয়াল সিমের এই ফোনের ব্যাটারি ৪০০০mAh। ৪৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরায় রয়েছে এলিইডি ফ্ল্যাশ মোড। আর ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
৫। ফোর-জি এলিটিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/জিপিএস-এ, ইউএসবি (টাইপ-সি) এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক—-এইসব পরিষেবা পাওয়া যাবে নোকিয়ার নতুন স্মার্টফোনে।