কম বাজেটে শাওমির নতুন স্মার্টফোন, ডিসেম্বরেই আসছে রেডমি ৯ পাওয়ার
অ্যামাজনেও এই ফোন কিনতে পারবেন গ্রাহকরা।
সাধ্যের মধ্যে সাধ পূরণ। কম বাজেটে নতুন স্মার্টফোন আনছে শাওমি। আগামী ১৭ ডিসেম্বর ভারতে লঞ্চ করবে রেডমি ৯ পাওয়ার। শাওমির ইউটিউব চ্যানেলে এর মধ্যেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওই টিজার ভিডিওতে বলা হয়েছে ১৭ ডিসেম্বর ঠিক দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে রেডমি-র এই নতুন স্মার্টফোন। অ্যামাজনেও এই ফোন কিনতে পারবেন গ্রাহকরা। শোনা যাচ্ছে, চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ৯ ফোরজি। তারই রিব্র্যান্ডেড ভারসান শাওমির এই নতুন ফোন। দুই ফোনের বেশ কিছু ফিচারে রয়েছে মিল।
We will unveil the #Redmi9Power on 1️⃣7️⃣th December. Are you ready for the ultimate #Power?
Hit on the Notify button to stay updated: https://t.co/KdkKO8oYFN #PowerPacked pic.twitter.com/X8Qjs0tabF
— Redmi India (@RedmiIndia) December 11, 2020
কী কী অত্যাধুনিক ফিচার রয়েছে এই ফোনে-
১। এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা।
২। শক্তিশালী ব্যাটারির উপর জোর দেওয়া হয়েছে এই ফোনের ক্ষেত্রে। থাকছে ৬০০০ mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি।
৩। ফাস্ট চার্জিং পরিষেবাও থাকছে রেডমি ৯ পাওয়ার ফোনে। এই স্মার্টফোনের ব্যাটারি ১৮W ফাস্ট-চার্জিং সাপোর্ট করে। চার্জ দেওয়ার জন্য ফোনের সঙ্গেই থাকবে USB-C পোর্ট।
৪। রেডমি ৯ পাওয়ার ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন। থাকছে অত্যাধুনিক এলসিডি ডিসপ্লে। সঙ্গে রয়েছে ওয়াটারড্রপ নচ।
আরও পড়ুন- ভারতে শাওমির ফোন বিক্রি বন্ধ করতে চায় ফিলিপস, দিল্লি হাইকোর্টে দায়ের মামলা
৫। প্রসেসর হিসেবে এই ফোনে থাকছে অক্টা-কোর কুয়ালকম (Qualcomm) স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর।
৬। তিনটি ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনে। একটি ৪৮ মেগাপিক্সেল সেনসর। এটি প্রাইমারি ক্যামেরা। বাকি দু’টি ক্যামেরার মধ্যে একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং অন্যটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেনসর।
৭। ডুয়াল ফোর-জি ভলটি, ওয়াইফাই, ব্লুটুথ ৫.০ এবং জিপিএস—-সব সুবিধেই পাওয়া যাবে। এছাড়াও রয়েছে মাইক্রো এসডি কার্ড।
৮। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ আর ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, দুটো ভারসানেই পাওয়া যাবে এই স্মার্টফোন। দুই রেঞ্জের ক্ষেত্রেই ফোনের দাম ১২ হাজার টাকার নীচে থাকবে বলে শোনা গিয়েছে।