নতুন স্মার্টওয়াচ লঞ্চ করছে অ্যামেজফিট, ভারতের বাজারে কবে আসছে জিটিএস ২?

এই স্মার্টওয়াচের ডিজাইনের সঙ্গে অ্যাপেল ওয়াচের ডিজাইনের অনেক মিল রয়েছে।

নতুন স্মার্টওয়াচ লঞ্চ করছে অ্যামেজফিট, ভারতের বাজারে কবে আসছে জিটিএস ২?
ক্রিসমাসের আগে ভারতে আসছে নতুন স্মার্টওয়াচ।
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 10:25 PM

অ্যামেজফিট জিটিআর ২ আগেই লঞ্চ হয়েছিল ভারতে। এবার জিটি সিরিজের নতুন স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে চিনের সংস্থা হুয়ামি অ্যামেজফিট। ডিসেম্বরের ২১ তারিখ লঞ্চ হচ্ছে নতুন স্মার্টওয়াচ জিটিএস ২। প্রি-বুক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে অ্যামেজফিট জিটিএস ২ মিনি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে এই স্মার্টওয়াচ কোম্পানির। তবে কবে এই মিনি স্মার্টওয়াচ লঞ্চ হবে তার দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

অ্যামেজফিট জিটিএস ২- এর দাম- 

জিটিআর ২-এর মতোই ভারতীয় বাজারে অ্যামেজফিট জিটিএস ২ স্মার্টওয়াচের দামও ১২,৯৯৯ টাকা। অনলাইন শপিং রিটেল অ্যামাজন ছাড়াও অ্যামেজফিটের ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কিনতে পারবেন গ্রাহকরা। আগ্রহীরা ইতিমধ্যেই প্রি-বুক শুরু করে দিয়েছেন। ২১ ডিসেম্বর থেকে স্মার্টওয়াচের ডেলিভারি শুরু হবে। মিডনাইট ব্ল্যাক রংয়ের স্মার্টওয়াচটি আপাতত প্রি-বুক করা যাচ্ছে বলে জানা গিয়েছে।

কী কী ফিচার থাকছে এই স্মার্টওয়াচে-

১। এই স্মার্টওয়াচের ডিজাইনের সঙ্গে অ্যাপেল ওয়াচের ডিজাইনের অনেক মিল রয়েছে। ২। এই স্মার্টওয়াচে থাকছে ১.৬৫ ইঞ্চি AMOLED স্ক্রিন। সঙ্গে রয়েছে ৩৪১ ppi pixel এইচডি রেসোলিউশন। ৩। প্রোটেকশন হিসেবে থাকছে 3D Corning Gorilla Glass। ৪। স্ক্র্যাচ রেসিসটেন্স হিসেবে থাকবে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং এবং অপটিকাল ডায়মন্ড লাইক কার্বন কোটিং (oDLC)। ৫। বায়োট্র্যাকার ২ পিপিজি অপটিকাল সেনসর থাকবে এই স্মার্টওয়াচে। যার সাহায্যে ২৪ ঘণ্টা হার্ট রেট মাপা যাবে। রেস্টিং হার্ট রেট, হার্ট রেট জোন এবং অস্বাভাবিক হৃদস্পন্দনের ব্যাপারেও আভাস দেবে এই স্মার্টওয়াচ। এছাড়া এই বায়োট্র্যাকার ২ পিপিজি অক্সিজেন বিট সাপোর্টও পরিমাপ করতে সাহায্য করবে। যার ফলে ব্লাড-অক্সিজেন স্যাচুরেশন লেভেল মাপা যাবে।