ফের নতুন ফোন আনছে শাওমি, ভারতে খুব তাড়াতাড়ি আসছে রেডমি নোট ১০ প্রো ৫জি

৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, এই তিনটি ভ্যারিয়েশনে পাওয়া যাবে শাওমির নতুন স্মার্টফোন।

ফের নতুন ফোন আনছে শাওমি, ভারতে খুব তাড়াতাড়ি আসছে রেডমি নোট ১০ প্রো ৫জি
তিনটি ভ্যারিয়েশনে পাওয়া যাবে শাওমির নতুন স্মার্টফোন।
Follow Us:
| Updated on: Jan 09, 2021 | 2:50 PM

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর ছাড়পত্র পেয়ে গিয়েছে শাওমির এই নতুন ফোন। ভারতে লঞ্চ হবে খুব তাড়াতাড়ি। সূত্রের খবর, ফেব্রুয়ারির শেষে বা মার্চে ভারতের বাজারে আসবে শাওমি ইন্ডিয়ার নতুন ফোন রেডমি নোট ১০ প্রো ৫জি। ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, এই তিনটি ভ্যারিয়েশনে পাওয়া যাবে শাওমির নতুন স্মার্টফোন।

টিপস্টার অভিষেক যাদব কয়েকদিন আগে বিআইএস-এর ওয়েবসাইটে রেডমি নোট ১০ প্রো ৫জি ফোনটি (মডেল নম্বর M2101K6I) দেখেছেন। তিনি জানিয়েছেন, এর অর্থ ভারতে দ্রুত লঞ্চ হবে শাওমির এই নতুন ফোন। US FCC ওয়েবসাইটেও দেখা গিয়েছে রেডমি নোট ১০ প্রো ৫জি ফোনটিকে।

কী কী ফিচার থাকবে এই ফোনে-

১। সম্প্রতি এই ফোনের স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে শাওমির নতুন স্মার্টফোনে থাকছে Qualcomm স্ন্যাপড্রাগন ৭৩২জি এসওসি।

২। রেডমি নোট ১০ প্রো ৫জি ফোনের ব্যাটারি ৫০৫০mAh।

৩। এই ফোনে থাকবে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে। সেই ক্যামেরার মধ্যে থাকবে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।

৪। এছাড়াও এই ফোনে থাকবে আলট্রা-ওয়াইড সেনসরি, একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি ডেপথ সেনসর।