Apple Sneakers: নরম তুলতুলে Apple স্নিকার্স, দাম 50 লাখের সামান্য কম, কিনবেন নাকি?
Apple Sneakers Auction: দর্শনে অসাধারণ এই স্নিকারের উপরের দিকটা ধবধবে সাদা, জুতোর দুটো অংশে রয়েছে রেইনবো রঙের Apple লোগো। এই স্নিকারের হিলে রয়েছে ফক্স এয়ার কুশনিং উইন্ডো। যেহেতেু এই স্নিকার্স তৈরি করা হয়েছিল খুবই কম পরিমাণে, তাই তাদের চাহিদাও বিরাট। সেই সব অ্যাপল কম্পিউটার স্নিকার্স জোড়ার মধ্যেই একজোড়া নিলামে তোলা হয়েছে।
Apple Computer Sneakers: গ্যাজেটসের দুনিয়ায় যে কয়েকটি সংস্থার নাম প্রথমেই মাথায় আসবে, তাদের মধ্যে অন্যতম হল Apple। আর Apple মানেই যেন iPhone, iPad, Mac এবং AirPod। সত্যি কি তাই? আর কোনও ডিভাইস বা গ্যাজেট তৈরি করেনি বা করবে না স্টিভ জবসের সংস্থা? কিন্তু একটু যদি কোম্পানির ইতিহাসটা খুঁটিয়ে দেখা যায়, তাহলে জানা যায় আরও একাধিক আকর্ষণীয় প্রোডাক্ট তারা তৈরি করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল Apple Newton, Lisa এবং Pippin গেম কনসোল, যা এখন সত্যিই বিরল এবং কালেক্টেরের আইটেম হিসেবেই সবথেকে বেশি বিবেচ্য। তাই, সেগুলির দামও অত্যন্ত চড়া। তবে জানলে অবাক হবেন যে, এহেন Apple এক সময় স্নিকারও তৈরি করেছিল। সেই স্নিকার কেউ পরেননি, কখনও বিক্রয়ও করা হয়নি। সম্প্রতি তা নিলামে বিরাট দর হাঁকিয়েছে, তার ফলেই শিরোনামে এসেছে Apple Sneakers। নিলামে সেই অ্যাপল স্নিকারের দাম উঠেছে 50,000 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 40,93,825 টাকা।
Apple Sneakers: নরম তুলতুলে রেইনবো স্নিকার্স, দরে সোনার কাছাকাছি
Apple এর রেট্রো প্রোডাক্টগুলি প্রায়শই ঝড় তোলে নিলামে বিরাট দর ওঠার কারণে। সম্প্রতি একটি স্পেশ্যাল 4GB ভার্সনের iPhone বিক্রি হয়েছে 190,372 মার্কিন ডলারে, ভারতীয় মুদ্রায় যার দাম 1,55,85,355 টাকা প্রায়। সেই তালিকায় এবার নবতম সংযোজন Apple Computer Sneakers। 1990 সালের দিকে অ্যাপলের এই কম্পিউটার স্নিকার্স তৈরি করা হয়েছিল। না, তবে তা বাজারে বিক্রি করা হত না। এখন আপনার মনে প্রশ্ন আসা খুব স্বাভাবিক, তাহলে কি অ্যাপল জুতোও তৈরি করত?
Apple কি তাহলে জুতোও তৈরি করত?
না, অ্যাপল কখনও জুতো তৈরি করেনি। এই Apple Computer Sneaker তৈরি করা হয়েছিল 1990 সালে এবং তা একটি প্রোমোশনাল আইটেম হিসেবে। কেবল অ্যাপলের কর্মীদের জন্যই তৈরি করা হয়েছিল এই জুতো। কেবল কয়েক জোড়াই অ্যাপল কম্পিউটার স্নিকার্স তৈরি করা হয়েছিল সে সময়। দর্শনে অসাধারণ এই স্নিকারের উপরের দিকটা ধবধবে সাদা, জুতোর দুটো অংশে রয়েছে রেইনবো রঙের Apple লোগো। এই স্নিকারের হিলে রয়েছে ফক্স এয়ার কুশনিং উইন্ডো। যেহেতেু এই স্নিকার্স তৈরি করা হয়েছিল খুবই কম পরিমাণে, তাই তাদের চাহিদাও বিরাট। সেই সব অ্যাপল কম্পিউটার স্নিকার্স জোড়ার মধ্যেই একজোড়া নিলামে তোলা হয়েছে।
একজোড়া Apple Computer Sneakers এখন আপনিও চাইলে কিনতে পারবেন। এগুলি একেবারে নতুন, অ্যাপলের বক্সের সঙ্গেই আপনাকে দেওয়া হবে। জুতোর উপরের অংশটা সাদা রঙের, সাদা সোল এবং দুই দিকে আইকনিক রেইনবো রঙের পুরনো দিনের অ্যাপল লোগো রয়েছে। এক জোড়া স্নিকার্স 10.5 আকারে পাওয়া যায় (ইউরোপীয় জুতোর আকারে 44)। স্নিকার্সের দাম $50,000, যা ভারতীয় মুদ্রায় প্রায় 40 লাখ টাকারও বেশি। তবে হ্যাঁ, এই পণ্যটি আমাদের মত সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। এটি কেবলই সংগ্রাহকদের জন্য।