টেলিগ্রাম মেসেজিং অ্যাপ থেকে কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন? দেখে নিন সহজ পদ্ধতি

টেলিগ্রাম মেসেজিং অ্যাপ থেকে নিজের অ্যাকাউন্ট ডিলিট করার অর্থ হল এই অ্যাপ থেকে ইউজারের সমস্ত তথ্য, মেসেজ, গ্রুপ, কনট্যাক্ট ডিলিট হয়ে যাবে। কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন দেখে নিন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপ থেকে কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন? দেখে নিন সহজ পদ্ধতি
টেলিগ্রাম থেকে অ্যাকাউন্ট ডিলিটের সহজ পদ্ধতি জেনে নিন।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2021 | 9:42 AM

মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের পাশাপাশি ক্রমাগত জনপ্রিয়তা বেড়েছে টেলিগ্রাম অ্যাপের। মূলত ২০২০ সালের শেষভাবে যখন ফেসবুক অধিকৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের আপডেটেড প্রাইভেসি পলিসির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল, তখন থেকেই ইউজারদের মধ্যে টেলিগ্রাম মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল। বিভিন্ন বড় সাইজের ফাইল, অডিয়ো বা ভিডিয়ো- নিমেষে পাঠানো যায় টেলিগ্রামের মাধ্যমে। আর এই মাধ্যম অনেক বেশি সুরক্ষিত বলেও দাবি করেছেন অ্যাপ নির্মাতারা। আইওএস এবং অ্যানড্রয়েড, দুই ভার্সানেই যথাক্রমে অ্যাপেল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা সম্ভব টেলিগ্রাম অ্যাপ।

কীভাবে একজন ইউজার নিজের টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন?

টেলিগ্রাম মেসেজিং অ্যাপ থেকে নিজের অ্যাকাউন্ট ডিলিট করার অর্থ হল এই অ্যাপ থেকে ইউজারের সমস্ত তথ্য, মেসেজ, গ্রুপ, কনট্যাক্ট ডিলিট হয়ে যাবে। কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন দেখে নিন।

  • ডেস্কটপ ব্রাউজারে my.telegram.org এই সাইট প্রথমে খুলতে হবে।
  • এরপর আপনাকে নিজের এলাকার পিনকোড এবং ফোন নম্বর দিতে হবে। এইসব তথ্য ঠিকভাবে দেওয়া হলে তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
  • এর মাঝেই টেলিগ্রামের তরফে মেসেজ হিসেবে আপনার ফোনে একটি কনফার্মেশন কোড আসবে। এই কোড দিয়ে তবে আপনি সাইন-ইন করতে পারবেন।
  • একবার সাইন-ইন করার পর আপনার নজরে আসবে একটি Your Telegram Core পেজ এবং তিনটি অপশন। এর মধ্যেই একটি হবে ডিলিট অ্যাকাউন্ট।
  • ‘ডিলিট অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে আপনার ফোন নম্বর একটি নির্দিষ্ট জায়গায় লেখা থাকবে। এবার আপনার কাছে জানতে চাওয়া হবে কেন টেলিগ্রাম অ্যাপ ডিলিট করতে চাইছেন। এই অপশন আপনি চাইলে এড়িয়েও যেতে পারেন।
  • শেষ পর্যায়ে ডিলিট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। আপনার অ্যাকাউন্ট সফল ভাবে ডিলিট হয়ে গেলে স্ক্রিনে ভেসে উঠবে একটি অপ-আপ মেসেজ। সেখানে লেখা থাকবে Yes, delete my account। এই অপশনে ক্লিক করলেই ইউজারের টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট হবে। এক্ষেত্রে একটি ‘রিটার্ন ব্যাক’ অপশনও থাকবে। অর্থাৎ যদি কোনও কারণে আপনি অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত বদল করেন, তাহলে এই অপশন ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন- WhatsApp Scam: ক্যাস্পারস্কাইয়ের তরফ থেকে জানানো হল কীভাবে হোয়াটসঅ্যাপে আপনার টাকা চুরি যেতে পারে