গোপনে আপনার WhatsApp Chat পড়ছে কেউ? এই উপায়ে জানতে পারবেন, আটকাবেন কীভাবে?

Tips And Tricks: আপনার WhatsApp চ্যাট কি গোপনে কেউ পড়ছে? হাতেনাতে পাকড়াও করা যাবে তাঁকে? আর কীভাবেই বা তাঁকে এই বিপজ্জনক কাজটি করা থেকে রোখা যাবে, সেই সব তথ্য জেনে নিন।

গোপনে আপনার WhatsApp Chat পড়ছে কেউ? এই উপায়ে জানতে পারবেন, আটকাবেন কীভাবে?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2022 | 3:44 PM

WhatsApp বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। প্রতিদিন অগুনতি মানুষ নাগাড়ে মেসেজ পাঠিয়ে চলেছেন, ছবি থেকে শুরু করে ভিডিয়ো-সহ নানাবিধ মিডিয়া ফাইলসও সেই সঙ্গে WhatsApp-এ পাঠানো হচ্ছে। স্বাভাবিক ভাবেই গ্রাহক-সুরক্ষার বিষয়টি নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। তার উপরে আবার সম্প্রতি Multi Device Support-ও চালু হয়েছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে। এই ফিচারের সাহায্যে আপনার একটাই WhatsApp অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে কানেক্টেড থাকতে পারে। ওয়েব, ডেস্কটপ এবং অন্যান্য ডিভাইসে আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন। তবে হ্যাঁ, এই সব ডিভাইসে কানেক্টেড থাকার জন্য এমন নয় যে, আপনাকে সারা দিন WhatsApp-এ অনলাইন থাকতে হবে। যদিও আপনি টানা 14 দিন যদি WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার না করেন, তাহলে অন্যান্য ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে।

আর এখানেই সবথেকে বড় সমস্যা। কারণ, অন্যান্য যে সব অ্যাকাউন্ট থেকে আপনি WhatsApp ব্যবহার করছেন, সেই সব অ্যাকাউন্ট থেকে আপনি লগ আউট করছেন না। এদিকে সেগুলি থেকে আপনার WhatsApp চ্যাট গোপনে পড়ে নিতে পারেন যে কেউ। এ ভাবে দিনের পর দিন অন্য ডিভাইসগুলি থেকে WhatsApp অ্যাকাউন্ট লগ আউট না করলে আপনার গোপনীয় মেসেজগুলি এক্সপোজ় হয়ে যেতে পারে।

তাহলে কীভাবে এই বিপত্তি কাটিয়ে উঠবেন? এমন কী উপায় রয়েছে, যার মাধ্যমে আপনি নির্ভয়ে একাধিক ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে পারেন। একটাই উপায় আছে – অন্যান্য ডিভাইসগুলি থেকে আপনাকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ লগ আউট করতে হবে। আর তার জন্য আপনাকে বেশি ঝক্কি পোহাতে হবে না। একটা ফোন বা কম্পিউটার থেকেই যাবতীয় ডিভাইসে কানেক্টেড থাকা WhatsApp অ্যাকাউন্ট লগ আউট করতে পারবেন।

1) কম্পিউটার থেকে WhatsApp লগ আউট করবেন কীভাবে

* প্রথমে WhatsApp Web বা WhatsApp Desktop খুলুন।

* এবার চ্যাট লিস্টের উপরে গিয়ে Menu অপশন থেকে Log Out করুন।

2) ফোন থেকে কীভাবে WhatsApp লগ আউট করবেন

প্রথমেই আপনার ফোনে WhatsApp খুলুন।

* Android – অপশনস থেকে লিঙ্কড ডিভাইসে চলে যান।

* iPhone – প্রথমে WhatsApp সেটিংসে যান তারপরে Linked Devices অপশনে ট্যাপ করতে হবে।

* এবার ডিভাইসে ট্যাপ করুন।

* সবশেষে লগ আউট অপশনে ট্যাপ করুন।

এ ক্ষেত্রে যে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে

* আপনার প্রাইমারি ডিভাইস যদি একটি iPhone হয়, তাহলে লিঙ্কড ডিভাইসে চ্যাট ক্লিয়ার বা ডিলিট করার কাজটি সম্ভব হবে না।

* এমন কাউকে মেসেজ বা কল করতে পারবেন না, যাঁরা নিজেদের ফোনে WhatsApp-এর একটি পুরাতন ভার্সন ব্যবহার করছেন।

* লিঙ্কড ডিভাইসে লাইভ লোকেশন ভিউ করতে পারবেন না।

* লিঙ্কড ডিভাইসে ব্রডকাস্ট লিস্ট ক্রিয়েট বা ভিউ করতে পারবেন না।

* WhatsApp Web থেকে লিঙ্ক প্রিভিউ-সহ মেসেজ পাঠাতে পারবেন না।