Google Translate- এ হাজির ৮টি নতুন ভারতীয় ভাষা, দেখুন তালিকা

Google Translate: যদি কোনও ইউজার Google Translate App ডাউনলোড করে থাকেন তাহলে তিনি যেকোনও টেক্সট অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। আপনার ফোন ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও এই ট্রান্সলেশন সম্ভব।

Google Translate- এ হাজির ৮টি নতুন ভারতীয় ভাষা, দেখুন তালিকা
গুগল ট্রান্সলেট।
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2022 | 5:25 PM

Google Translate- এর ক্ষেত্রে যুক্ত হয়েছে ২৪টি নতুন ভাষা। এর মধ্যে রয়েছে ৮টি ভারতীয় ভাষা। সেই তালিকায় রয়েছে কোঙ্কনি, সংস্কৃত, অহমিয়া ও আরও অনেক ভাষা। Google I/O annual developer conference- এ এই নতুন ২৪টি ভাষার সংযোজন হয়েছে Google Translate- এ। বর্তমানে Google Translate- এ মোট ১৩৩টি ভাষার সাপোর্ট রয়েছে। বিশ্বজুড়ে এই সমস্ত ভাষা ব্যবহৃত হয়। চমক রয়েছে অন্য জায়গায়। নতুন যে ২৪টি ভাষা Google Translate- এ সংযুক্ত হয়েছে তার এক তৃতীয়াংশ হয় ভারতীয় ভাষা। Google কর্তৃপক্ষ জানিয়েছেন, Google Translate- এ নতুন যে ভাষাগুলি যুক্ত হয়েছে। বিশ্বের প্রায় ৩০ কোটি লোক এই ভাষাতেই কথা বলেন। এবার দেখে নেওয়া যাক ভারতীয় ভাষা হিসেবে Google Translate- এর ক্ষেত্রে কী কী ভাষা যুক্ত হয়েছে।

  • অহমিয়া- উত্তর-পূর্ব ভারতে ২ কোটি ৫০ লক্ষ মানুষ এই ভাষায় কথা বলেন।
  • ভোজপুরি- উত্তর ভারত, নেপাল এবং ফিজি- তে ৫ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন।
  • ডোংরি- উত্তর ভারতে ৩০ লক্ষ লোক ডোংরি ভাষায় কথা বলেন।
  • কোঙ্কনি- মধ্য ভারতে ২০ লক্ষ মানুষ কোঙ্কনি ভাষা ব্যবহার করেন।
  • মৈথিলি- উত্তর ভারতে ৩ কোটি ৪০ লক্ষ বাসিন্দা মৈথিলি ভাষায় কথা বলেন।
  • মেইতেইলন (মণিপুরি)- উত্তর-পূর্ব ভারতের ২০ লক্ষ লোক এই ভাষায় কথায় বলেন।
  • মিজো- উত্তর-পূর্ব ভারতের ৮,৩০,০০০লোক মিজো ভাষায় কথা বলেন।
  • ভারতে প্রায় ২০ হাজার মানুষ সংস্কৃত ভাষায় কথা বলেন।

এর পাশাপাশি Google Translate- এ আমেরিকার আঞ্চলিক ভাষা Quechua, Guarani and Aymara এই ভাষাগুলিও যুক্ত হয়েছে। Google জানিয়েছে, তাদের নতুন সেটে যুক্ত হওয়া ভাষাগুলি Zero Shot Machine Translation ব্যবহার করে। এখানে কোনওরকম উদাহরণ ছাড়াই Machine Learning Model- এর সাহায্যে অন্য ভাষায় ট্রান্সলেট সম্ভব।

বর্তমানে যেভাবে Google Translate- এর সাহায্যে কীভাবে ট্রান্সলেট করা সম্ভব?

  • Google Translate- এ সরাসরি শব্দ টাইপ করে ট্রান্সলেট করতে পারবেন ইউজাররা।
  • দ্বিভাষী কথোপকথনের জন্য সরাসরি গুগল ট্রান্সলেটরে কথা বলতে পারেন।
  • কোনও টেক্সট ইমেজ অর্থাৎ ছবি থেকেও অন্য ভাষায় স্থানাতর করা সম্ভব।
  • ফোনের ক্যামেরা ব্যবহার করে সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন সম্ভব।
  • হাতের আঙুল ব্যবহার করে আঁকতে পারেন কোনও একটি অক্ষর। তার থেকেই ট্রান্সলেশন সম্ভব।
  • রিয়েল টাইম ট্রান্সলেশনও সম্ভব। যখন কেউ একজন কথা বলছেন সেই সময় ট্রান্সলেশন করা সম্ভব।

যদি কোনও ইউজার Google Translate App ডাউনলোড করে থাকেন তাহলে তিনি যেকোনও টেক্সট অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। আপনার ফোন ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও এই ট্রান্সলেশন সম্ভব।