Solar Chargers: লাগবে না ইলেকট্রিক, সূর্যের আলোয় চার্জ হবে সবরকমের মোবাইল

Affordable Solar Chargers: মোবাইল ফোন চার্জ করার জন্য বিদ্যুতের প্রয়োজন নেই। এবার ফোন চার্জ করতে লাগবে সূর্যের আলো। ব্য়াস! আর তাতেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে ফোনে।

| Edited By: | Updated on: Feb 15, 2023 | 2:51 PM
মোবাইল ফোন চার্জ করার জন্য বিদ্যুতের প্রয়োজন নেই। আপনি নিশ্চয়ই ভাবছেন এখানে পাওয়ার ব্য়াঙ্কের কথা বলা হচ্ছে। কিন্তু তাতেও বিদ্যুতের প্রয়োজন হয়। তবে এবার ফোন চার্জ করতে লাগবে সূর্যের আলো। ব্য়াস! আর তাতেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে ফোনে।

মোবাইল ফোন চার্জ করার জন্য বিদ্যুতের প্রয়োজন নেই। আপনি নিশ্চয়ই ভাবছেন এখানে পাওয়ার ব্য়াঙ্কের কথা বলা হচ্ছে। কিন্তু তাতেও বিদ্যুতের প্রয়োজন হয়। তবে এবার ফোন চার্জ করতে লাগবে সূর্যের আলো। ব্য়াস! আর তাতেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে ফোনে।

1 / 8
বর্তমানে সোলার মোবাইল চার্জার বাজারে এসেছে। এটি অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই উপলব্ধ। আপনাকে যা করতে হবে তা হল, এই চার্জারটি রোদে রেখে আপনার ফোনটি তাতে যুক্ত করুন। তার তারপরেই দেখবেন আপনার স্মার্টফোনের ব্যাটারি কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে।

বর্তমানে সোলার মোবাইল চার্জার বাজারে এসেছে। এটি অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই উপলব্ধ। আপনাকে যা করতে হবে তা হল, এই চার্জারটি রোদে রেখে আপনার ফোনটি তাতে যুক্ত করুন। তার তারপরেই দেখবেন আপনার স্মার্টফোনের ব্যাটারি কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে।

2 / 8
অর্থাৎ কারেন্ট চলে গেলে আর চিন্তা করতে হবে না। সোলার মোবাইল চার্জার ইলেকট্রিক চার্জার থেকে অনেক সস্তা। এগুলি ছাড়াও এই চার্জারগুলি এমন লোকদের জন্য আদর্শ যারা প্রায়শই এক জায়গা থেকে অন্য জায়গায় যান। এমন কোনও জায়গায় যেখানে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে এটি আদর্শ চার্জার হিসেবে কাজ করবে।

অর্থাৎ কারেন্ট চলে গেলে আর চিন্তা করতে হবে না। সোলার মোবাইল চার্জার ইলেকট্রিক চার্জার থেকে অনেক সস্তা। এগুলি ছাড়াও এই চার্জারগুলি এমন লোকদের জন্য আদর্শ যারা প্রায়শই এক জায়গা থেকে অন্য জায়গায় যান। এমন কোনও জায়গায় যেখানে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে এটি আদর্শ চার্জার হিসেবে কাজ করবে।

3 / 8
এই চার্জারটি Amazon-এ মাত্র 330 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও, আপনি এই চার্জারটি অফলাইনেও কিনতে পারেন। ফলে অনেক সময় এমন হয় যে, বেড়াতে গিয়ে আপনাকে এমন অনেক জায়গা দিয়ে যেতে হয়, যেখানে বিদ্যুৎ সংযোগ কম বা থাকেই না।

এই চার্জারটি Amazon-এ মাত্র 330 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও, আপনি এই চার্জারটি অফলাইনেও কিনতে পারেন। ফলে অনেক সময় এমন হয় যে, বেড়াতে গিয়ে আপনাকে এমন অনেক জায়গা দিয়ে যেতে হয়, যেখানে বিদ্যুৎ সংযোগ কম বা থাকেই না।

4 / 8
আবার এমনও হয়, মাঝে মাঝে বিদ্যুৎ থাকে কিন্তু চার্জারের জন্য কোন সকেট নেই। এমন অববস্থায় মোবাইল সোলার চার্জার অপরিহার্য অংশ হয়ে উঠতে পারে। এগুলি বহন করাও খুব সহজ। আকারে ছোট হওয়ায় যেকোনও জায়গায় বহন করা যায়।

আবার এমনও হয়, মাঝে মাঝে বিদ্যুৎ থাকে কিন্তু চার্জারের জন্য কোন সকেট নেই। এমন অববস্থায় মোবাইল সোলার চার্জার অপরিহার্য অংশ হয়ে উঠতে পারে। এগুলি বহন করাও খুব সহজ। আকারে ছোট হওয়ায় যেকোনও জায়গায় বহন করা যায়।

5 / 8
সোলার মোবাইল চার্জারের সাহায্যে আপনি বিনামূল্যে আপনার মোবাইল চার্জ করতে পারবেন। এর জন্য আপনার বিদ্যুতের প্রয়োজন হবে না, জেনারেটর বা ইনভার্টারেরও প্রয়োজন হবে না। এমন পরিস্থিতিতে সোলার চার্জার আপনার বিদ্যুৎ বিল কমিয়ে দিতে পারে।

সোলার মোবাইল চার্জারের সাহায্যে আপনি বিনামূল্যে আপনার মোবাইল চার্জ করতে পারবেন। এর জন্য আপনার বিদ্যুতের প্রয়োজন হবে না, জেনারেটর বা ইনভার্টারেরও প্রয়োজন হবে না। এমন পরিস্থিতিতে সোলার চার্জার আপনার বিদ্যুৎ বিল কমিয়ে দিতে পারে।

6 / 8
সোলার চার্জার কি? সোলার চার্জার সৌর শক্তিতে চলে। আপনার বাড়িতে বিদ্যুৎ না থাকলে বা কম বিদ্যুৎ থাকলে, আপনি সোলার চার্জারের সাহায্যে আপনার মোবাইলটি বিনামূল্যে চার্জ করতে পারেন। এতে কয়েক ঘণ্টার মধ্যেই ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

সোলার চার্জার কি? সোলার চার্জার সৌর শক্তিতে চলে। আপনার বাড়িতে বিদ্যুৎ না থাকলে বা কম বিদ্যুৎ থাকলে, আপনি সোলার চার্জারের সাহায্যে আপনার মোবাইলটি বিনামূল্যে চার্জ করতে পারেন। এতে কয়েক ঘণ্টার মধ্যেই ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

7 / 8
এবার আপনার মনে প্রশ্ন জাগত্ই পারে, সোলার চার্জার দিয়ে মোবাইল ফোন কীভাবে চার্জ হয়?  মোবাইল চার্জ করার জন্য, আপনাকে কেবল আপনার বারান্দায় বা আপনার বাড়ির বাইরে সোলার চার্জারটি রাখতে হবে এবং দিনের বেলা সূর্যের আলোয় এটি আপনার ফোন চার্জ করা শুরু করবে। আর কয়েক ঘন্টার মধ্যেই আপনার মোবাইল সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

এবার আপনার মনে প্রশ্ন জাগত্ই পারে, সোলার চার্জার দিয়ে মোবাইল ফোন কীভাবে চার্জ হয়? মোবাইল চার্জ করার জন্য, আপনাকে কেবল আপনার বারান্দায় বা আপনার বাড়ির বাইরে সোলার চার্জারটি রাখতে হবে এবং দিনের বেলা সূর্যের আলোয় এটি আপনার ফোন চার্জ করা শুরু করবে। আর কয়েক ঘন্টার মধ্যেই আপনার মোবাইল সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

8 / 8
Follow Us:
‘এই বাংলায় দীপাবলিরও মডেল হওয়া যায়’, সোহিনীকে প্রকাশ্যে খোঁচা কুণালের
‘এই বাংলায় দীপাবলিরও মডেল হওয়া যায়’, সোহিনীকে প্রকাশ্যে খোঁচা কুণালের
নেই শীত, নেই গ্রীষ্ম, বর্ষা এক দুনিয়া—এক ঋতুই ভরসা!
নেই শীত, নেই গ্রীষ্ম, বর্ষা এক দুনিয়া—এক ঋতুই ভরসা!
অশান্তি চরমে! ঐশ্বর্যর মান ভাঙাতে কোটি কোটি টাকা খরচ করলেন অভিষেক?
অশান্তি চরমে! ঐশ্বর্যর মান ভাঙাতে কোটি কোটি টাকা খরচ করলেন অভিষেক?
সত্যি কি অভিষেক বচ্চন ঐশ্বর্যের দ্বিতীয় স্বামী?
সত্যি কি অভিষেক বচ্চন ঐশ্বর্যের দ্বিতীয় স্বামী?
হাসিনার ইস্তফার 'প্রমাণ' নেই, একই পরিণতি হবে রাষ্ট্রপতির?
হাসিনার ইস্তফার 'প্রমাণ' নেই, একই পরিণতি হবে রাষ্ট্রপতির?
‘আমার ছেলেকে বিয়ে করবে?’, মাঝরাস্তায় পল্লবীর সঙ্গে কী ঘটল?
‘আমার ছেলেকে বিয়ে করবে?’, মাঝরাস্তায় পল্লবীর সঙ্গে কী ঘটল?
ঘরে এল লক্ষ্মী, আনন্দের জোয়ারে ভাসছেন বলিপাড়ার এই অভিনেত্রী
ঘরে এল লক্ষ্মী, আনন্দের জোয়ারে ভাসছেন বলিপাড়ার এই অভিনেত্রী
'কিঞ্জলদাদের ভাইফোঁটা দিতে চাই', বিশেষ আর্জি শ্রুতির
'কিঞ্জলদাদের ভাইফোঁটা দিতে চাই', বিশেষ আর্জি শ্রুতির
উৎসবকে চ্যালেঞ্জ ছুড়ল দ্রোহের স্পর্ধা, কোন পথে মিলবে এই সমাধান?
উৎসবকে চ্যালেঞ্জ ছুড়ল দ্রোহের স্পর্ধা, কোন পথে মিলবে এই সমাধান?
Salman Khan, Shahrukh Khan: খুনের হুমকি, সলমনের বিপদে শাহরুখ কোথায়?
Salman Khan, Shahrukh Khan: খুনের হুমকি, সলমনের বিপদে শাহরুখ কোথায়?