ভারতে আসছে, Oppo Pad Air, সম্ভবত জুলাই মাসেই লঞ্চ, দেখে নিন সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

Oppo Pad Air: চিনে ইতিমধ্যেই এই Oppo Pad Air লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতের বাজারে। চিনে লঞ্চ হওয়া মডেলের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা ট্যাবের মিল থাকবে বলে মনে করা হচ্ছে।

ভারতে আসছে, Oppo Pad Air, সম্ভবত জুলাই মাসেই লঞ্চ, দেখে নিন সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
ওপ্পো প্যাড এয়ার এবং ওপ্পো রেনো ৮ সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে।
Follow Us:
| Edited By: | Updated on: May 30, 2022 | 11:06 PM

ভারতে চলতি বছর জুলাই মাসে লঞ্চ হতে পারে Oppo Reno 8 সিরিজের স্মার্টফোন। এর পাশাপাশি একই সময়ে দেশে Oppo Pad Air লঞ্চেরও সম্ভাবনা রয়েছে। সম্প্রতি একটি রিপোর্টে এমনটাই বলা হয়েছে। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে Oppo Reno 8 সিরিজের স্মার্টফোন। এবার এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে Oppo Pad Air- ও চিনে লঞ্চ হয়ে গিয়েছে। এবার আসতে চলেছে ভারতের বাজারে। চিনে লঞ্চ হওয়া এই Oppo Pad Air- এ রয়েছে একটি Snapdragon 680 প্রসেসর। এছাড়াও এই ট্যাবে রয়েছে একটি ৭১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। অনুমান করা হচ্ছে চিনে লঞ্চ হওয়া Oppo Pad Air- এর সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে। এবার দেখে নেওয়া যাক যে Oppo Pad Air- এ কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে। চিনে লঞ্চ হওয়া ট্যাবের নিরিখেই এই ফিচারগুলি বলা হচ্ছে।

Oppo Pad Air- এর ফিচার ও স্পেসিফিকেশন

চিনে Oppo Reno 8 সিরিজের স্মার্টফোনের সঙ্গে লঞ্চ হয়েছে Oppo Pad Air। এই ট্যাবলেটে রয়েছে Android 12-based ColorOS- এর সাপোর্ট। এর সাহায্যেই এই ট্যাব পরিচালিত হবে। এছাড়াও Oppo Pad Air- এই ট্যাবে রয়েছে একতি ১০.৩৬ ইঞ্চির ২কে ডিসপ্লে। এছাড়াও এই ট্যাবে রয়েছে একটি octa-core Qualcomm Snapdragon 680 প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম।

ক্যামেরা ফিচারের দিক থেকে Oppo Pad Air ট্যাবে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও ট্যাবের সামনের ডিসপ্লেতে রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ট্যাবে ১২৮ জিবি পর্যন্ত UFS 2.2 ইনবিল্ট স্টোরেজ রয়েছে। এই স্টোরেজের পরিমাণ আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ট্যাবে রয়েছে quad speaker। সেখানে আবার Dolby Atmos সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে Oppo Pad Air ট্যাবে রয়েছে Wi-Fi 5, Bluetooth v5.1 এবং USB Type-C port। এছাড়াও এই ট্যাবে রয়েছে ৭১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার।

উপরের সমস্ত ফিচারগুলি ভারতে লঞ্চ হতে চলা Oppo Pad Air ট্যাবেও দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ভারতে Oppo Pad Air ট্যাবের দাম কত হতে পারে সে ব্যাপারে কোনও আভাস পাওয়া যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে গত ২৪ মে Oppo Pad Air ট্যাব লঞ্চ হয়েছিল। তার সঙ্গেই লঞ্চ হয়েছিল Oppo Reno 8 সিরিজের স্মার্টফোন। এই স্মার্টফোন সিরিজে মোট তিনটে ফোন লঞ্চ হয়েছে। সেগুলি হল- Oppo Reno 8, Oppo Reno 8 Pro, Oppo Reno 8+। বলা হচ্ছে জুন মাসের একদম শেষ বা জুলাই মাসের শুরুতে ভারতে লঞ্চ হতে পারে Oppo Reno 8 সিরিজের স্মার্টফোন এবং Oppo Pad Air ট্যাব।