Chandrayaan 3: শেষ ধাপে সফলভাবে ঢুকে পড়ল চন্দ্রযান-3, এবার সামনে শুধু চাঁদের মাটি
Chandrayaan 3 Update: চাঁদের দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে যানটি। মঙ্গলের দুপুরেই এ কথা জানিয়েছে ইসরো। 25 জুলাই ইসরো এবিষয়ে একটি ট্যুইটও করেছে। সেখানে বলা হয়েছে, "পৃথিবীর কক্ষপথে চন্দ্রযান-3 পঞ্চম তথা শেষ ধাপে প্রবেশ করেছে। সফল ভাবে সম্পন্ন করতে পেরেছে পঞ্চম বারের কক্ষপথ পরিবর্তন।"
Chandrayaan 3 New Update: চন্দ্রযান-3 যেদিন থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেদিন থেকেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিটা মুহূর্ত নজর রেখেছে। চাঁদের দিকে আরও এক ধাপ এগিয়েছে যানটি। মঙ্গলের দুপুরেই এ কথা জানিয়েছে ইসরো। 25 জুলাই ইসরো এবিষয়ে একটি ট্যুইটও করেছে। সেখানে বলা হয়েছে, “পৃথিবীর কক্ষপথে চন্দ্রযান-3 পঞ্চম তথা শেষ ধাপে প্রবেশ করেছে। সফল ভাবে সম্পন্ন করতে পেরেছে পঞ্চম বারের কক্ষপথ পরিবর্তন।” 25 জুলাই 2023 তারিখে দুপুর 2 থেকে 3টের মধ্যে শেষবারের মতো চন্দ্রযান-3-এর কক্ষপথ পরিবর্তন করা হয়েছিল। এটি নিয়ে মোট পাঁচবার যানটির কক্ষপথ পরিবর্তন করা হল। এর পর চন্দ্রযান-3-কে সরাসরি ‘চাঁদে যাওয়ার মহাসড়কে’ পাঠানো হবে। চন্দ্রযান-3 বর্তমানে 71351 কিলোমিটার এপোজি এবং 233 কিলোমিটার পেরিজির কক্ষপথে চলছে। এখন তা বাড়িয়ে 127609 km x 236 km করা হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই ধাপটি পেরিয়ে যেতে পারলেই চাঁদের কক্ষপথে ঢুকে যেতে পারবে যানটি। চলতি বছরের 1 অগস্ট রাত 12টা থেকে 1টার মধ্যে এই যানটি চাঁদের দিকে চলে যাবে।
যানটি সম্পর্কে আর কী জানাচ্ছেন বিজ্ঞানীরা?
চন্দ্রযান-3 চাঁদের কক্ষপথ লুনার ট্রান্সফার ট্রাজেক্টরিতে পাঁচ দিন ভ্রমণ করবে। 5-6 আগস্ট চন্দ্রযান-3 চাঁদের কক্ষপথ ধরে ফেলবে। চাঁদের মাধ্যাকর্ষণে যদি যানটি ঢুকে যেতে পারে, তাহলে এটি অবতরণ করা সহজ হবে। এটি প্রতি ঘণ্টায় প্রায় 42 হাজার কিলোমিটার বেগে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। এমতাবস্থায় চাঁদের কক্ষপথে ঢুকতে না পারলে, তার পাশ থেকে বেরিয়ে যাবে গভীর মহাকাশে।
কীভাবে চাঁদের কক্ষপথে নিয়ে যাওয়া হবে?
প্রপালশন মডিউলে লাগানো ছোট ইঞ্জিনের সাহায্যে চন্দ্রযান-3-এর ইন্টিগ্রেটেড মডিউলটি সম্পূর্ণ বিপরীত দিকে ঘোরানো হবে। মানে 180 ডিগ্রি টার্ন করা হবে। যাতে যানটি চাঁদের কক্ষপথে ঢুকতে পারে। এই কাজটি করা হবে চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় 84 হাজার কিলোমিটার উপরে। এখান থেকে চন্দ্রযানের গতি কমে যাবে। তারপরে এর গতি আরও কমিয়ে চন্দ্রযান-3-এর ল্যান্ডার মডিউলটি 100×100 কিলোমিটারের একটি বৃত্তাকার কক্ষপথে প্রবেশ করানো হবে।
Chandrayaan-3 Mission:
The orbit-raising maneuver (Earth-bound perigee firing) is performed successfully from ISTRAC/ISRO, Bengaluru.
The spacecraft is expected to attain an orbit of 127609 km x 236 km. The achieved orbit will be confirmed after the observations.
The next… pic.twitter.com/LYb4XBMaU3
— ISRO (@isro) July 25, 2023
তারপর সফট ল্যান্ডিং কীভাবে করা হবে?
23 আগস্ট, প্রপালশন মডিউলটি একটি বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে। যেখানে ল্যান্ডারটি 100×30 কিলোমিটার কক্ষপথে এসে যাওয়ার পরে, তার গতি কমিয়ে ঘন্টায় 8,568 কিমি করা হবে। চাঁদের কক্ষপথ ধরে রাখতে যে কোনও মহাকাশযানের গতি প্রয়োজন প্রতি সেকেন্ডে 1 কিলোমিটার অর্থাৎ ঘণ্টায় অন্তত 3600 কিলোমিটার। এই গতিতেই নিয়ে যাওয়া হবে। কিন্তু ল্যান্ড করার সময় গতি কমিয়ে দক্ষিণ মেরুর কাছে অবতরণ করা হবে ল্যান্ডারটিকে।