AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lord Of The Rings Frog: নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, ‘লর্ড অফ দ্য রিংস’-এর সঙ্গে অদ্ভুত কানেকশন

Hyloscirtus Tolkieni: এক নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা দেখতে বড়ই অদ্ভুত। তবে সেই ব্যাঙের সঙ্গে 'Lord Of The Rings' ছবিটির অনেক মিল রয়েছে। কী সেই মিল, কোথা থেকে ব্যাঙটির সন্ধান মিলল, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

Lord Of The Rings Frog: নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, 'লর্ড অফ দ্য রিংস'-এর সঙ্গে অদ্ভুত কানেকশন
নামকরণ করা হল 'লর্ড অফ দ্য রিংস' লেখকের নামেই।
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 11:32 PM
Share

Frog New Species: ব্যাঙের একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন স্ট্রিম ফ্রগ প্রজাতির এই ব্যাঙের পায়ের আঙুলে রয়েছে সোনালি দাগ। ব্যাঙটির চোখ হাল্কা গোলাপি বর্ণের। প্রথমবার দেখার পরেই গবেষকরা ব্যাঙটির সঙ্গে ‘লর্ড অফ দ্য রিংস’ (Lord Of The Rings) ফিল্মের কানেকশন পেয়ে গিয়েছেন। সেই ‘লর্ড অফ দ্য রিংস’ এবং ‘দ্য হবিট’-এর লেখকের নাম জে আর. আর. টলকিয়েন (J. R. R. Tolkien)। জনপ্রিয় সেই লেখকের নাম অনুসারেই ব্যাঙটির নামকরণ করে Hyloscirtus Tolkieni রাখা হয়েছে।

ইকুয়েডরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োডাইভার্সিটি-র সহযোগী গবেষক দিয়েগো এফ বললেন, “আশ্চর্য এক রং রয়েছে এই নতুন প্রজাতির ব্যাঙটির। দেখলে মনে হচ্ছে যেন কল্পনার জগতে বাস করে। ঠিক যেভাবে টলকিয়েন তাঁর উপন্যাসে এটি তৈরি করেছিলেন।” গত 19 জানুয়ারি এই ‘লর্ড অফ দ্য রিংস’ ব্যাঙ সম্পর্কে গবেষণাপত্রটি প্রকাশিত হয়। ওই গবেষক জানিয়েছেন, ব্যাঙটি 2.6 ইঞ্চি লম্বা, এর শরীরে ধূসর এবং কালো দাগ রয়েছে। তবে তার গলা ও পেট সোনালি রঙের।

কোথায় সন্ধান মিলল এই ব্যাঙের?

এই ব্যাঙের চোখ গোলাপি এবং আইরিস কালো রঙের। প্রথমবার দেখার পর গবেষকরা এটিকে কাল্পনিক জগতের প্রাণী বলে মনে করেন। রিও নেগ্রো-সোপালাডোরা ন্যাশনাল পার্কে বিজ্ঞানীরা এই ব্যাঙটিকে প্রথম বার দেখতে পান। ওই পার্কটি প্রায় 185,000 একর এলাকা জুড়ে বিস্তৃত। অন্যান্য স্ট্রিম ফ্রগ প্রজাতির মতো এটিও খুব উঁচুতে বসবাস করে। তাছাড়াও এই ব্যাঙগুলি সবুজ গাছপালাকে সুরক্ষিতও রাখে।

Hyloscirtus Tolkieni

কীভাবে সন্ধান মিলল এই ব্যাঙের?

এই গবেষণার সবযোগী গবেষক হুয়ান কার্লোস দাবি করেছেন, কয়েক সপ্তাহ ধরে আমরা জাতীয় উদ্যানে অনেক বার ঘুরেছি। আমরা এটিকে 3,100 মিটার উচ্চতায় প্যারামো গ্রাসল্যান্ড থেকে 1000 মিটার উচ্চতায় বনে খুঁজে পেয়েছিলাম। এখনও পর্যন্ত এই প্রজাতির ব্যাঙ আমরা একটি মাত্রই খুঁজে পেয়েছি। এর অদ্ভুত রং এবং আকার আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

2020 সাল থেকে বিজ্ঞানীরা ইকুয়েডরের এই অঞ্চলে নতুন প্রজাতির প্রাণীজগতের অনুসন্ধান করে চলেছেন। তারপর থেকে সেখানে একাধিক নতুন প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে।