International Space Station: মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে, ভিডিয়োয় তুলে ধরল আন্তর্জাতিক স্পেস স্টেশন

ISS Passes Over Mumbai, Bengaluru: সে সময় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মুম্বই ও বেঙ্গালুরু অতিক্রম করছিল। স্পেস থেকে ভারতকে দেখতে কেমন লাগে, ধরা পড়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে তোলা ভিডিয়োতে।

International Space Station: মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে, ভিডিয়োয় তুলে ধরল আন্তর্জাতিক স্পেস স্টেশন
কেমন লাগে মহাকাশ থেকে ভারতকে দেখতে, ভিডিয়োতে দেখুন।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 6:45 PM

How India Looks From Space: পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করে চলেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যাকে উড়ন্ত ল্যাবরেটারি বললেও কিছু কম বলা হয় না। এই ফ্লায়িং ল্যাবরেটারিটি সম্প্রতি ভারতের উপর দিয়েও উড়ে গিয়েছে। সে সময় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মুম্বই ও বেঙ্গালুরু অতিক্রম করছিল। মহাকাশচারীরা তখন স্পেস স্টেশনে ছিলেন এবং তাঁরা কাজও করছিলেন। স্পেস থেকে ভারতকে দেখতে কেমন লাগে, ধরা পড়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে তোলা ভিডিয়োতে।

নাসা সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে, পাকিস্তান সীমান্তের কাছাকাছি উত্তর-পশ্চিম উপকূল থেকে শুরু করে ভারতের উপর দিয়ে প্রবেশ করছে যে অংশটা, তার নীচের ল্যান্ডস্কেপ। ফ্লাইবাই চলাকালীন শূন্য-মাধ্যাকর্ষণ ল্যাবটি সাতারা, সাংলি এবং পুণে শহরের উপর দিয়ে গিয়েছে।

22 ডিসেম্বর সকালে আন্তর্জাতিক স্পেস স্টেশনের পাস করার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল আকাশ পরিষ্কার হওয়ার পরই। স্পেস স্টেশন থেকে তোলা ওই ভিডিয়োতে ভারতবর্ষের মাটি দেখা গিয়েছে। টুইটে ইন্টারন্যাশনাল স্পেস ল্টেশনের তরফ থেকে বলা হয়েছে, “আজ ভারতের উপর দিয়ে এই পাস সম্ভব হয়েছে অস্বাভাবিক ভাবে আকাশ পরিষ্কার থাকার কারণেই।”

“আজ ভারতের উপর দিয়ে যাওয়ার সময় আমরা অস্বাভাবিক ভাবে পরিষ্কার আকাশ লক্ষ্য করেছি। পাকিস্তান সীমান্তের কাছে উত্তর-পশ্চিম উপকূল থেকে শুরু করে, মুম্বই ও বেঙ্গালুরু (এছাড়া আরও অনেক শহর) পেরিয়ে SE-র দিকে যাচ্ছে,” টুইটে যোগ করেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। মহাকাশ স্টেশনটি যে সব শহরের উপর দিয়ে গেছে তার একটি মানচিত্রও প্রকাশ করেছে নাসা।

গত তিন দশকেরও বেশি সময় ধরে মহাকাশে গবেষণা এবং বৈজ্ঞানিক সাফল্যের একটি কেন্দ্র এবং পৃথিবীর বাইরে মানুষের জন্য এটি একটি স্থায়ী ঠিকানা হয়ে উঠেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আইএসএস তখন মহাকাশের শূন্যতায় তিন দশক ধরে মানুষের বাসস্থান হিসেবে একা ছিল। এখন এটি চিনের তিয়ানগং মহাকাশ স্টেশনের কাজ শুরু করার সঙ্গে সঙ্গেই একটি নতুন সঙ্গী খুঁজে পেয়েছে।