NASA Jobs: টানা দু’মাস বিছানায় শুয়ে থাকতে হবে, 15 লাখ টাকা মাইনে দেবে NASA
Nasa job For Lying In Bed: মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) দিচ্ছে চাকরির বড় সুযোগ। কাজ বলতে বিছানায় শুয়ে টিভি দেখতে হবে। বেতন শুনলে চমকে উঠবেন। লক্ষ লক্ষ টাকা।
NASA Jobs News: ‘শুয়ে শুয়ে কি বড়লোক হবি? সারাক্ষণ শুয়ে থাকলে ভাগ্যও শুয়ে থাকে।’ বাড়িতে বেশিক্ষণ শুয়ে থাকলে বা ঘুমিয়ে থাকলে এমন কথা শুনিয়ে দেন বাবা-মায়েরা। সেনিয়ে তৈরি হয় মিম কনটেন্টও। তবে এমনটা সত্যি হলে কেমন হত বলুন তো! চিন্তা নেই, সত্যিই হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) দিচ্ছে চাকরির বড় সুযোগ। নাসায় চাকরি পেতে তো বিশাল মেধা আর বিজ্ঞানে অগাধ জ্ঞান থাকা জরুরি, এমনটাই ভাবছেন? সে তো আছেই। তবে এবার যে চাকরিটা (Job) নাসা দিচ্ছে, তাতে এমন কোনও বাধ্যবাধকতা নেই। কাজ বলতে বিছানায় শুয়ে টিভি দেখতে হবে। বেতন শুনলে চমকে উঠবেন। লক্ষ লক্ষ টাকা। এই বিশ্বব্রহ্মাণ্ড এতটাই বিস্তৃত যে, তা নিয়ে গবেষণার শেষ নেই। তাই মহাকাশবিজ্ঞানীরা এই মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে নিরন্তর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি নাসা কৃত্রিম মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে গবেষণা করছে। সেজন্য এমন কয়েকজন ভলেন্টিয়ার নিয়োগ করছে, যাঁদের কাজ শুধু বিছানায় শুয়ে থাকা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি যৌথ উদ্যোগে জার্মান এরোস্পেস সেন্টারে ‘আর্টিফিশিয়াল গ্র্যাভিটি বেড রেস্ট স্টাডি’ (AGBRESA) নামে একটি গবেষণা শুরু করেছে। আর তাই 24 থেকে 55 বছর বয়সের মধ্যে 12 জন পুরুষ এবং 12 জন মহিলা ভলেন্টিয়ারের খোঁজ চলছে। এই গবেষণায় 24 জন ভলেন্টিয়ারকে কৃত্রিম মাধ্যাকর্ষণে টানা 2 মাস বিছানায় শুয়ে কাটাতে হবে। তাদের সৃষ্ট কৃত্রিম মাধ্যাকর্ষণের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত থাকার জেরে মানবদেহে কী প্রভাব পড়বে এবং তার প্রত্যক্ষ ও দীর্ঘমেয়াদী পরিণতি কী হতে পারে, সেটাই গবেষকরা পর্যবেক্ষণ করবেন। প্রত্যেককে বেতন হিসেবে দেওয়া হবে 18,500 মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 15 লক্ষ 30 হাজার টাকা। তবে একটা শর্ত আছে, ভলেন্টিয়ারদের জার্মান ভাষা জানা থাকতে হবে।
ভলেন্টিয়ারদের ওরিয়েন্টেশনের সময় নিয়ে মোট 89 দিন কাটাতে হবে, যার মধ্যে 60 দিন সম্পূর্ণ শুয়ে থাকতে হবে বিছানায়। গবেষণা চলাকালীন 2 মাস বিছানায় শুয়েই খাওয়া-দাওয়া এবং সমস্ত প্রয়োজনীয় দৈনন্দিন কাজ করতে হবে। কোনও ধরনের নড়াচড়া করা চলবে না। আপনি যদি আরামপ্রিয় হন, তাহলে একবার আবেদন করে দেখবেন নাকি! যদিও কাজটা শুনে যতটা সোজা মনে হচ্ছে, আদতে তা নয়। বেশ কঠিন।