নতুন জিও ইমেজিং স্যাটেলাইট GISAT-1 লঞ্চ করতে চলেছে ইসরো, ১২ অগস্ট উৎক্ষেপণের পরিকল্পনা
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার শ্রীহরিকোটা থেকে যে GISAT-1 লঞ্চ হবে, তার ওজন ২২৬৮ কিলোগ্রাম।
নতুন জিও ইমেজিং স্যাটেলাইট GISAT-1 লঞ্চ করতে প্রস্তুত হচ্ছে দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। শ্রীহরিকোটা থেকেই উৎক্ষেপণ করা হবে এই স্যাটেলাইট। GSLV-F10 রকেটের সাহায্যে নতুন জিস্যাট লঞ্চের পরিকল্পনা রয়েছে ইসরোর। আগামী ১২ অগস্ট এই স্যাটেলাইট লঞ্চ করবে ইসরো। চলতি বছর কোভিড আবহে শ্রীহরিকোটা থেকে এই নিয়ে দ্বিতীয় বার স্যাটেলাইট লঞ্চ করা হবে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি PSLV-C51 মিশন সফলভাবে সম্পন্ন করেছিল ইসরো। এর জন্য ব্রাজিলের আর্থ অবজারভেশন স্যাটেলাইট Amazonia-1 এর সাহায্য নেওয়া হয়েছিল।
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার শ্রীহরিকোটা থেকে যে GISAT-1 লঞ্চ হবে, তার ওজন ২২৬৮ কিলোগ্রাম। গত বছর ৫ মার্চ এই জিস্যাট লঞ্চের সম্ভাবনা ছিল। তবে, প্রযুক্তিগত ত্রুটির কারণে GISAT-1 এর লঞ্চ পিছিয়ে যায়। চেন্নাই থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে রয়েছে এই শ্রীহরিকোটা কেন্দ্র। প্রথমে যান্ত্রিক গোলযোগের কারণে জিও ইমেজিং স্যাটেলাইটের লঞ্চ পিছিয়ে যাওয়ার পর বাধা হয়ে দাঁড়ায় করোনা। ভারতে করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে ফের পিছিয়ে যায় GISAT-1 লঞ্চ।
তবে এবার সব বাধাবিপত্তি কাটিয়ে ১২ অগস্ট ভারতীয় সময় ভোর ৫টা ৪৩মিনিটে স্যাটেলাইট লঞ্চের পরিকল্পনা করেছে ইসরো। সেই সময়ে আবহাওয়া কেমন থাকবে, মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে কি না, তার উপর নির্ভর করবে স্যাটেলাইটের উৎক্ষেপণ। এমনটাই জানানো হয়েছে ইসরোর তরফে। জানা গিয়েছে, GSLV-F10 রকেটের সাহায্যে GISAT-1 স্যটেলাইটকে Geosynchronous Transfer Orbit- এ পাঠানো হবে। প্রাথমিক ভাবে এই কাজ সম্পন্ন হলে, পরবর্তী পর্যায়ে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে ফাইনাল জিওস্টেশনারি অরবিটে পাঠানো হবে ওই জিও ইমেজিং স্যাটেলাইট। এক্ষেত্রে অনবোর্ড প্রোপালশন সিস্টেমের সাহায্য নেওয়া হবে।
পৃথিবী পর্যবেক্ষণকারী এই স্যাটেলাইট ভারতে তার বিভিন্ন সীমান্তের রিয়েল টাইম ইমেজ পাঠাবে। এছাড়াও এই ছবিতে প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণের ব্যাপারেও জানানো হবে। বিশেষজ্ঞরা বলছেন ভারতের জন্য এই স্যটেলাইট উৎক্ষেপণ আদতে ‘গেম চেঞ্জিং’ পদক্ষেপ। অর্থাৎ ইসরোর GISAT-1 স্যটেলাইট আসলে একটি ‘গেম চেঞ্জার’ জিও ইমেজিং স্যাটেলাইট।
আরও পড়ুন- চন্দ্রপৃষ্ঠে কোথায় কীভাবে জলের সঞ্চয় রয়েছে? তথ্য জানতে VIPER রোভার পাঠাবে নাসা