Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Octopus And Human Brain: একই ‘জাম্পিং জিন’ শেয়ার করে মানুষ ও অক্টোপাস, মস্তিষ্কে বিরাট মিল খুঁজে পেলেন বিজ্ঞানীরা

Similarities Between Human And Octopus Brain: সম্প্রতি একটি নতুন গবেষণা থেকে জানা গিয়েছে, মানুষ এবং অক্টোপাসের মস্তিষ্ক একই 'জাম্পিং জিন' শেয়ার করে। বিএমসি বায়োলজিতে প্রকাশিত একটি নতুন পেপার অনুযায়ী, মানুষ ও দুই ধরনের অক্টোপাসের মস্তিষ্কে জাম্পিং জিনগুলি সক্রিয় ভাবে উপস্থিত থাকে।

Octopus And Human Brain: একই 'জাম্পিং জিন' শেয়ার করে মানুষ ও অক্টোপাস, মস্তিষ্কে বিরাট মিল খুঁজে পেলেন বিজ্ঞানীরা
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2022 | 5:00 PM

মানুষ এবং অক্টোপাসের মধ্যে সত্যিই কি কোনও মিল আছে? যদি বলি হ্যাঁ, তাহলে নিশ্চয়ই অবাক হবেন আপনি? কিন্তু অবাক হলেও বিষয়টা সত্যি। সম্প্রতি একটি নতুন গবেষণা থেকে জানা গিয়েছে, মানুষ এবং অক্টোপাসের মস্তিষ্ক একই ‘জাম্পিং জিন’ শেয়ার করে। বিএমসি বায়োলজিতে প্রকাশিত একটি নতুন পেপার অনুযায়ী, মানুষ ও দুই ধরনের অক্টোপাসের মস্তিষ্কে জাম্পিং জিনগুলি সক্রিয় ভাবে উপস্থিত থাকে। ওই অক্টোপাস দুটি হল, অক্টোপাস ভালগারিস এবং অক্টোপাস বাইমাকুলাইডস।

অনন্য ক্ষমতা এবং ব্যতিক্রমী জটিল মস্তিষ্কের সঙ্গে অক্টোপাসকে অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আলাদা বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে, অমেরুদণ্ডী প্রাণীর চেয়ে মেরুদণ্ডী প্রাণীদের সঙ্গে এই অক্টোপাসের মতো প্রাণীগুলির মিল বেশি, যা নিয়ে বিজ্ঞানীমহলে আজও বিতর্ক রয়েছে।

2011 সালে যখন মানব জিনোম ক্রমানুসারে তৈরি করা হয়েছিল, বিজ্ঞানীরা দেখতে পান যে এর 45% ট্রান্সপোসন বা জাম্পিং জিন নামক সিকোয়েন্স দিয়ে তৈরি যা আণবিক এ কাট-এন্ড-পেস্ট বা কপি-এবং-পেস্ট প্রক্রিয়ার মাধ্যমে এক বিন্দু থেকে অন্য স্থানে চলে যায়।

মানুষের মতোই অক্টোপাসের জিনোমে রয়েছে গুচ্ছের জাম্পিং জিন। কপি-অ্যান্ড-পেস্ট পদ্ধতিতে সক্রিয় ভাবে সক্ষম ট্রান্সপোসনগুলির উপর ফোকাস করে। গবেষকরা এমনই একটি উপাদান চিহ্নিত করেছেন, যা অক্টোপাসের জ্ঞানীয় ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ।

এটি LINE (লং ইন্টারস্পার্সড নিউক্লিয়ার এলিমেন্টস) নামক জাম্পিং জিনের একটি পরিবারের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল যা মানুষের জিনোমে দেখা যায়। SISSA-র কম্পিউটেশনাল জেনোমিক্স ল্যাবরেটারির ডিরেক্টর রেমো স্যাঞ্জেস বলছেন, “দুটি অক্টোপাস প্রজাতির মস্তিষ্কে সক্রিয় লাইন পরিবারের একটি উপাদানের আবিষ্কার খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, এটি সেই ধারণাটিকে সমর্থন করে যেখানে এই উপাদানগুলির একটি নির্দিষ্ট কাজ রয়েছে যা কপি-এবং-পেস্টের বাইরে যায়।” প্রসঙ্গত, স্যাঞ্জেস এই প্রজেক্টে কাজ করেছিলেন, যখন তিনি স্ট্যাজিয়ন জুলোজিকা অ্যান্টন ডর্ন অফ ন্যাপেলসের রিসার্চার ছিলেন।

এখন বিএমসি বায়োলজিতে যে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে, তা আসলে স্কুওলা ইন্টারন্যাশনাল সুপিরিয়ার ডি স্টাডি অ্যাভানজ়্যাতি এবং স্ট্যাজ়িয়ন জুলজিকা অ্যান্টন ডর্ন এবং ইস্তিউতো ইতালিয়ানো ডি টেকনোলজিয়ার কোলাবরেশনের ফলাফল। গবেষকরা অ্যাডভান্সড সিক্যোয়েন্সিং টেকনিক ব্যবহার করে বিশ্লেষণ করেছেন, অক্টোপাস প্রজাতির স্নায়ুতন্ত্রে কোন জিন সক্রিয়।