রোবট কুকুর তৈরি করেছে চিনের সংস্থা, প্রাতঃভ্রমণ থেকে পার্কে সফর, সবেতেই সঙ্গী হবে এই রোবো-ডগ

Unitree Robotics- এর তৈরি রোবট কুকুর Go1- এর তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে।

রোবট কুকুর তৈরি করেছে চিনের সংস্থা, প্রাতঃভ্রমণ থেকে পার্কে সফর, সবেতেই সঙ্গী হবে এই রোবো-ডগ
কেমন হবে এই রোবোট ডগ।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2021 | 1:46 PM

আপনি কি পশু প্রেমী? বাড়িতে বেশ কিছু পোষ্যও রয়েছে। তাদের মধ্যে সারমেয়ই আপনার সবচেয়ে পছন্দের। তাহলে ভাবুন তো যদি আপনার বাড়িতে এবার থাকে একটা রোবোট কুকুর, কেমন হবে? প্রাতঃভ্রমণ থেকে শুরু করে সর্বত্র আপনার সঙ্গী হতে পারবে এই ‘রোবো ডগ’। যদি অনেকদিন ধরে রোবট কেনার শখ থাকে এবং আপনি কুকুর প্রেমী হন, তাহলে এই রোবো-ডগ কিনতেই পারেন। এক্ষেত্রে যাঁরা আসল কুকুরকে বেজায় ভয় পান, তাঁদেরও অতটা ভয় লাগবে না।

চিনের সংস্থা Unitree Robotics এই রোবট কুকুর তৈরি করেছে। তার নাম Go1। জানা গিয়েছে, Boston Dynamics- এর অত্যাধুনিক রোবটের থেকে চিনের সংস্থার তৈরি এই রোবো-ডগের দাম অনেকটাই কম। ভারতীয় মুদ্রায় এই রোবট কুকুরের দাম ২ লক্ষ টাকার আশপাশে ধার্য হয়েছে। ইতিমধ্যেই, Unitree Robotics- এর তরফে এই রোবোট ডগের একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মালিকের সঙ্গে পার্ক থেকে শুরু করে একাধিক জায়গায় গিয়েছে এই রোবো-ডগ।

চিনের ওই রোবট নির্মাণকারী সংস্থা জানিয়েছে, রোবট কুকুর Go1 দৌড়াতেও পারবে। তাদের দাবি ঘণ্টায় ১৭ কিলোমিটার সর্বোচ্চ গতিতে দৌড়তে পারবে এই রোবো-ডগ। জানা গিয়েছে, এই রোবট কুকুরের ওজন মাত্র ১২ কিলোগ্রাম। ডেমো রানিং- এর ক্ষেত্রে দেখা গিয়েছে মালিকের পাশে হাঁটা, দৌড়ানোর সঙ্গে রেসিং ট্র্যাকে দৌড়, সাইকেলের পাশে পাশে হাঁটা এমনকি অ্যাক্রোব্যাটিক্সও করতে পারে এই রোবোট কুকুর।

আরও পড়ুন- তিনটি ছায়াপথের অসাধারণ ছবি প্রকাশ করল নাসা, জানাল কেন তারা বাকি গ্যালাক্সির থেকে একদম আলাদা

Unitree Robotics- এর তৈরি রোবট কুকুর Go1- এর তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। এই রোবটে রয়েছে ৫টি সেটের fish eye stereo depth camera। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেসিং সম্পন্ন তিনটি সেটের hypersonic sensor। এর সাহায্যে সহজে নিজের মালিক বা প্রভুকে খুঁজে নিতে বা বুঝতে অর্থাৎ চিহ্নিতকরণ করতে পারে ওই রোবট কুকুর।