Website Fake Or Real: আসল নাকি ভুয়ো? ওয়েবসাইট চেনার সহজ ট্রিক, জীবনেও ঠকতে হবে না

Tech Tips: ভুয়ো ওয়েবসাইটের সাহায্যেই ছড়ানো হয় প্রতারণার জাল। যদিও এই ওয়েবসাইটগুলোকে আসল ওয়েবসাইটের মতোই দেখতে হয়। অনেকেই আসল বা নকল ওয়েবসাইট চিনতে পারেন না। তখনই তৈরি হয় সমস্যা।

Website Fake Or Real: আসল নাকি ভুয়ো? ওয়েবসাইট চেনার সহজ ট্রিক, জীবনেও ঠকতে হবে না
প্রতীকী ছবি: শুভ্রনীল দে।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2022 | 3:48 PM

Fake Website Checking Tips: বর্তমানে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া জীবনকে অনেক সহজ করে দিয়েছে। চটজলদি যে কোনও সমস্যার সমাধান পাওয়া যায়। ইন্টারনেটে যেমন সঠিক ওয়েবসাইট থাকে, তেমনই থাকে জাল ওয়েবসাইটও। অনেকেই তথ্য জানার জন্য যে কোনও ওয়েবসাইটে ঢুকে পড়েন। কিন্তু এতে আপনি প্রতারণার শিকার হতে পারেন। ভুয়ো ওয়েবসাইটের সাহায্যেই ছড়ানো হয় প্রতারণার জাল। যদিও এই ওয়েবসাইটগুলোকে আসল ওয়েবসাইটের মতোই দেখতে হয়। অনেকেই আসল বা নকল ওয়েবসাইট চিনতে পারেন না। তখনই তৈরি হয় সমস্যা। তাই তথ্য জানার জন্য কোনও ওয়েবসাইটে ঢোকার আগে ভালভাবে যাচাই করে নিন যে ওয়েবসাইটটি আসল না নকল।

কোনও ওয়েবসাইট আসল না নকল কীভাবে চিনবেন?

আসুন দেখে নেওয়া যাক কী করে আসল বা নকল ওয়েবসাইটের ফারাক করবেন। প্রথমে ওয়েবসাইটটিকে ভালভাবে লক্ষ্য় করুন। ওয়েবসাইটে যাওয়ার পর যদি যোগাযোগের ঠিকানা বা ফোন নম্বর, কাস্টমার কেয়ার নম্বর না দেখতে পান তাহলে বুঝবেন সেই ওয়েবসাইটটি ভুয়ো। ‘ডোমেইন নেম’ (ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়) খুঁটিয়ে দেখুন। যখন একজন ব্যক্তি বা কোম্পানি একটি ওয়েবসাইট তৈরি করে, তখন তাকে একটি অনন্য ‘ডোমেইন নেম’ কিনতে হয়। প্রতিটি ওয়েবসাইটের একটি আলাদা ‘ডোমেইন নেম’ রয়েছে। যদি একটি ওয়েবসাইটের ডোমেইন নেম অন্য ওয়েবসাইটের মতো হয়,তাহলে বুঝবেন যে এই ওয়েবসাইটগুলির মধ্যে একটি ভুয়ো বিষয় রয়েছে। সেই ক্ষেত্রে কোম্পানি সম্পর্কিত সব তথ্য ভুয়ো ওয়েবসাইটে থাকবে না। তালা চিহ্ন আছে কিনা দেখে নেবেন লিংক খোলার পর। সেফ ব্রাউজিং টুল ব্যবহার করুন।

এছাড়াও অনলাইন জিনিস কেনার সময় E-commerce সাইটে খেয়াল রাখবেন। কোনও জিনিস অনলাইন কেনার আগে ভালো করে রিটার্ন পলিসি পরে নিন। কী কী পেমেন্ট অপশন আছে দেখুন। কোনও ওয়েবসাইট কবে তৈরি হয়েছে তা জানতে হলে আগে ইন্টারনেটে যাচাই করে নিন।