হিটলারের ‘গোঁফ দিয়ে যায় চেনা’, মিন্ত্রার পর এবার লোগো বদলাল অ্যামাজ়ন
এর আগেও একবার লোগো বদলেছিল অ্যামাজ়ন। সেই সময় অ্যামাজ়নের লোগো ছিল একটি শপিং কার্ট।
মিন্ত্রার পর এবার লোগো বদলেছে ই-কমার্স সংস্থা অ্যামাজ়ন। কারণ চরম সমালোচনার মুখে পড়েছে অ্যামাজ়নের ফোন অ্যাপের লোগো। পুরনো লোগো-র ক্ষেত্রে অভিযোগ উঠেছে তা নাকি অনেকটা অ্যাডলফ হিটলারের গোঁফের মতো। যে লোগো নিয়ে বিতর্ক, সেটি লঞ্চ হয়েছিল জানুয়ারিতে।
বিষয়টা ঠিক কেমন?
অ্যামাজ়ন ফোন অ্যাপের ক্ষেত্রে লোগো ছিল একটি ব্রাউন বা বাদামি রঙয়ের বাক্স। তার ওপর লাগানো ছিল একটি নীল রঙয়ের স্ট্রিপ। যেটা দেখে মনে হয়, আঠা দিয়ে লাগানো রয়েছে একটি নীল রঙয়ের স্ট্রিপ। অ্যামাজ়নের ‘সিগনেচার লোগো’ যে অ্যারো থাকে, সেই চিহ্নের ওপরেই ছিল এই নীল রঙের স্ট্রিপ।
আরও পড়ুন- লোগো বদলাচ্ছে মিন্ত্রা, মহিলাদের জন্য ‘আপত্তিকর’
তবে এই স্ট্রিপ দেখেই অনেকে অভিযোগ করেছেন, এটি দেখতে অ্যাডলফ হিটলারের গোঁফের মতো। এই সমালোচনা শুরু হওয়ার পরই লোগো বদলে দিয়েছে অ্যামাজ়ন। নতুন লোগোর ক্ষেত্রেও ওই নীল রঙের স্ট্রিপ রয়েছে। তবে সেটি এমনভাবে লাগানো হয়েছে, যাতে দেখে মনে হয়, কেউ সেটা খোলার বা ছেঁড়ার চেষ্টা করছে। অর্থাৎ একটা কোণা সামান্য মুড়ে দেওয়া হয়েছে। বাকি বাদামি রঙের বাক্স কিংবা অ্যামাজ়নের সিগনেচার অ্যারো লোগো, সবই রয়েছে।
এর আগেও একবার লোগো বদলেছিল অ্যামাজ়ন। সেই সময় অ্যামাজ়নের লোগো ছিল একটি শপিং কার্ট। তার থেকে বদলে এই বাদামি রঙের বাক্স এবং অ্যারো সিম্বল আনা হয়। জিনিস ডেলিভারির পর যে প্যাকেজিং বক্স গ্রাহকের বাড়িতে হাজির হয়, সেটিই বোঝানো হয় এই ব্রাউন বক্সের সাহায্যে।