শাওমির নতুন লোগো তৈরি হয়েছে তিন বছরের চেষ্টায়, তবে দেখতে একদম আগের মতোই!

তিন বছরের চেষ্টায় কার্যত প্রথম লোগোর মতোই আর একটি লোগো তৈরি করেছে শাওমি।

শাওমির নতুন লোগো তৈরি হয়েছে তিন বছরের চেষ্টায়, তবে দেখতে একদম আগের মতোই!
বাঁদিকে পুরনো এবং ডানদিকে নতুন লোগো।
Follow Us:
| Updated on: Apr 03, 2021 | 10:36 PM

চিনের ফোন নির্মাণ সংস্থা শাওমি। ভারতেও তাদের ফোনের ব্যাবসায়িক সাফল্য বেশ ভালই। অন্যান্য সংস্থার সঙ্গে পাল্লা দিয়ে বাজার ধরে নিয়েছে চিনের এই কোম্পানি। কিন্তু বিগত তিন বছর ধরে চেষ্টার পর তারা তাদের নতুন যে লোগো প্রকাশ্যে এনেছে তা দেখেই সত্যিই অবাক হয়ে গিয়েছে নেট দুনিয়া। তিন বছরের সাধ্যসাধনা, পরিশ্রম, চেষ্টার পরেও প্রায় একই দেখতে একটি লোগো তৈরি করেছে শাওমি। তাহলে এত খাটাখাটনির কী ছিল? সবই কি পণ্ডশ্রম? এইসব প্রশ্নই এখন ঘুরছে অনেকের মনে।

অ্যাপেল এবং স্যামসাংয়ের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাণ সংস্থা এখন শাওমি। কিন্তু তাদের এ হেন অদ্ভুত আচরণে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে অসংখ্য মিম। প্রসঙ্গত, আগের লোগোতে একটি চৌকো কমলা রঙের বাক্সের গায়ে সাদা দিয়ে লেখা থাকত এমআই। নতুন লোগো কমলা রঙের শেডে সামান্য ফারাক বোঝা যাচ্ছে। আর চৌকো বাক্সর কোণাগুলো তীক্ষ্ণ থাকার বদলে একটু ভোঁতা হয়ে গোলাকার শেপ নিয়েছে। তিন বছরের চেষ্টায় কার্যত প্রথম লোগোর মতোই আর একটি লোগো তৈরি করেছে শাওমি।

সংস্থার সিইও Lei Jun অবশ্য সবটাই জানতেন। তাই গত মঙ্গলবার লোগো প্রকাশ্যে আনার পর টুইট করে তিনি এও জানতে চেয়েছেন যে সবাই রেগে গিয়েছেন কিনা। সেই সঙ্গে Lei Jun বলেছেন, “ডিজাইনার আমায় বলেছেন একটা শুধু মাত্র একটা চৌকো থেকে গোল হওয়ার বিষয় নয়। আমাদের ব্র্যান্ড তার ইনার স্পিরিট এবং পার্সোন্যালিটির ক্ষেত্রেও বিরাট বদল এনেছ।” এখানেই শেষ নয়, শাওমি যে এবার ইলেকট্রিক ভেহিকেল নির্মাণেও যুক্ত হবে সেকথাও ঘোষণা করেছেন Lei Jun।

জানা গিয়েছে, নতুন লোগো তৈরির জন্য ২০১৭ সাল থেকে ডিজাইনার খুঁজছিলেন শাওমি কর্তৃপক্ষ। অবশেষে জাপানের বিখ্যাত ডিজাইনার Kenya Hara- কে দায়িত্ব দেওয়া হয়। Kenya Hara একজন প্রখ্যাত গ্র্যাফিক ডিজাইনার হওয়ার পাশাপাশি নামী লেখকও বটে। আর্ট ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন MUJI- র সঙ্গে কাজ করেছেন তিনি। নতুন লোগোর ডিজাইনের পিছনে ঠিক কী ভাবনাচিন্তা রয়েছে সেকথা একটি ভিডিয়োতে জানিয়েছেন Kenya। শাওমির তরফে সেই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। Kenya জানিয়েছেন, তিনি এবং তাঁর দল অনেক অঙ্ক কষে তারপরই নাকি এই চৌকো আর গোলের বিশ্লেষণ করেছেন। নতুন লোগো ফাইনাল করার আগে চৌকো আর গোলের মাঝামাঝি আকার-আয়তনে খাপ খায় এমন ২৪টি ডিজাইন তৈরি করেছিলেন Kenya। নতুন লোগোতে এমআই লেখার ক্ষেত্রে এম- এর সাইডের কার্ভেও সামান্য বদল করা হয়েছে।