Arambag News: রাতে অজানা জন্তুর হানা

Hooghly: রাতের অন্ধকারে অজানা জন্তুর হানা। আর সেই আতঙ্কে কাঁপছে কয়েকটি গ্রামের মানুষজন। সন্ধ্যা নামলেই এমনকি দিনের বেলাতেও আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।

Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 5:54 PM

রাতের অন্ধকারে অজানা জন্তুর হানা। আর সেই আতঙ্কে কাঁপছে কয়েকটি গ্রামের মানুষজন। সন্ধ্যা নামলেই এমনকি দিনের বেলাতেও আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। আরামবাগের গৌরহাটি-২ ও সালেপুর-২নং গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে অজানা জন্তুর আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কয়েকদিন ধরেই রাতের অন্ধকারে ভয়ংকর দেখতে হিংস্র একটি জন্তু এলাকায় হানা দিচ্ছে। তারপর ছাগলের গলা বা শরীরে বিভিন্ন অংশ খুবলে মেরে ফেলছে। এই ঘটনা ইতিমধ্যেই প্রায় ১৫-২০ টি ছাগল মারা গেছে। মৃত্যু হয়েছে একটি বাছুরেরও। কারও কারও দাবি, ওই জন্তুটি হায়না। আবার কেউবা ভালুকের মতো দেখতে বলে জানিয়েছেন।

এ বিষয়ে আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য এলাকায় দল পাঠানো হচ্ছে। যদি গ্রামবাসীদের বর্ণনা সঠিক হয় তাহলে সেটি হায়না বা ভারতীয় নেকড়েও হতে পারে। তবে প্রাথমিক তদন্ত ছাড়া কোন কিছু বলা সম্ভব নয়।