Bank Fraud: ব্যাঙ্ক জালিয়াতিতে নয়া কৌশল!

এই জালিয়াতি থেকে বাঁচতে, কোনও অ্যাপ ইনস্টল করবেন না। অজানা উৎস থেকে কোনও লিঙ্ক এলে,কখনও ক্লিক করে ডাউনলোড করবেন না।

Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 11:42 PM

খবরের শিরোনামে প্রতিদিন প্রতারণার খবর উঠে আসে। অনেক সময় দেখা যায় কোটি কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির খবর। হ্যাকাররা নতুন কৌশলে টাকা গায়েব করে নিচ্ছেন ব্যাঙ্ক থেকে। সাইবার অপরাধীরা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ আপডেটের জন্য মেসেজ করছেন ব্যাঙ্কের গ্রাহকদের। সেই মেসেজ থাকছে ১টি লিঙ্কও । এই লিঙ্কে একবার ক্লিক করলেই বাড়বে বিপদ। আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে ভাইরাস অ্যাপ। কোনও বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ফোনে জাল অ্যাপ ইনস্টল হয়ে যাবে । সেখান থেকে হ্যাকাররা চুরি করে নেয় সমস্ত ডেটা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সব টাকা হ্যাকাররা চুরি করে নিতে পারেন। এই জালিয়াতি থেকে বাঁচতে, কোনও অ্যাপ ইনস্টল করবেন না। অজানা উৎস থেকে কোনও লিঙ্ক এলে,কখনও ক্লিক করে ডাউনলোড করবেন না।