Viral Video: বাইকে 4 জনের সওয়ারি তো অনেক দেখেছেন, কিন্তু এই ভিডিয়ো তাজ্জব করবে আপনাকে

Latest Viral Video: এই ভিডিয়োটি ইনস্টাগ্রাম পেজ @purnia_parivar থেকে পোস্ট করা হয়েছে। এই ক্লিপটি এখনও পর্যন্ত ভিডিয়োটি 12.1 মিলিয়ন (1 কোটির বেশি) ভিউ এবং 2 লাখ 75 হাজারের বেশি লাইক পেয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়ো দেখে।

Viral Video: বাইকে 4 জনের সওয়ারি তো অনেক দেখেছেন, কিন্তু এই ভিডিয়ো তাজ্জব করবে আপনাকে
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 1:58 PM

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে এমন কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। ছোট বড় মিলিয়ে অনেক বাইকেই চারজন কে উঠতে দেখা যায়। চালক সহ পিছনে দু’জন আর সামনে ট্যাঙ্কির উপরে একটি ছোট বাচ্চাকে বসিয়ে রাস্তা দিয়ে অনেক বাইকই যায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। বাইকে চারজনই বসে রয়েছেন। কিন্তু তাদের বসা দেখলে হতবাক হতে বাধ্য। শুধু তাই নয়, পুরো ব্যাপারটাকে নেটিজেনরা মজার সঙ্গে সঙ্গে বিপজ্জনকও বলেছেন। কী দেখা যাচ্ছে, ভাইরাল হওয়া ভিডিয়োয়?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, যিনি বাইক চালাচ্ছেন, তিনি রীতিমতো বাইকের ট্যাঙ্কিতে উঠে পড়েছেন। আর পিছনে দুজন বাইকের সিটে বসে আছেন। আর একদম শেষে বসে থাকা মহিলাটি একজনকে কোলে নিয়ে নিয়েছেন। না, একেবারেই ছোট কোনও বাচ্চা না। কোলে বসে আছেন এক যুবতি। আর তাকে ওভাবে বসে থাকতে দেখে আপনার চোখও কপালে উঠতে বাধ্য। রাস্তা দিয়ে যাওয়া অন্য এক চালক ভিডিয়োটি করে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি বিহারের পূর্ণিয়ার।

এই ভিডিয়োটি ইনস্টাগ্রাম পেজ @purnia_parivar থেকে পোস্ট করা হয়েছে। এই ক্লিপটি এখনও পর্যন্ত ভিডিয়োটি 12.1 মিলিয়ন (1 কোটির বেশি) ভিউ এবং 2 লাখ 75 হাজারের বেশি লাইক পেয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়ো দেখে।