Viral Video: শরীরের কোথায় স্বামীর নাম ট্যাটু করালেন এই মহিলা! ভাইরাল সেই ভিডিয়ো
Latest Viral Video: এমন কাণ্ড দেখে হতবাক অধিকাংশ নেটিজেন। এমনটা কীভাবে কেউ করতে পারে, এমনই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আজকাল ট্যাটু করা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। তার অনেক ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আবার এমনও কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যেখানে প্রেমিকার ঠোঁটের লিপস্টিকের ছাপ ট্যাটু করেছিল এক যুবক। তবে এবার যা হল, তা দেখে অধিকাংশ নেটিজেন হতবাক। এক মহিলা তার বরের নাম কপালে ট্যাটু করাচ্ছেন। এতদিন কব্জি, কোমর, পিঠ, ঘাড় বা পায়ে ট্যাটু করা অবধি ঠিক ছিল। কিন্তু তাই বলে এবার কপালেও? ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রথমে ট্যাটু আর্টিস্ট প্রথমে একটি কাগজে তার স্বামীর নাম লিখে, তার ছাপ কপালে দিয়ে দিলেন। তারপরে ট্যাটু মেশিন হাতে নিয়ে ট্যাটু করা শুরু করলেন। যদিও ভিডিয়োটা পুরো শেষ হয়নি। এমন কাণ্ড দেখে হতবাক অধিকাংশ নেটিজেন। এমনটা কীভাবে কেউ করতে পারে, এমনই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
ভাইরাল পোস্টটি এখনও পর্যন্ত 2 লাখের বেশি ভিউ পেয়েছে। ইন্ডিয়া টুডে-এর রিপোর্ট অনুসারে, ব্যাঙ্গালোরে একটি ট্যাটু শপ আছে, যার নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে – কিং মেকার ট্যাটু স্টুডিও (@king_maker_Tattoo_Studio)। 18 মার্চ, একই পেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। তারপর থেকেই নেটিজেনদের নজর কেড়েছে এই ভিডিয়ো। শুধু তাই নয়, অনেকে আবার এটি আদৌ সত্যি না নকল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন।