Viral Video: বাতাস ঢাকল কালো ধোঁয়ায়, রেললাইনে সাপবাজি ফাটিয়ে তীব্র রোষের মুখে ইউটিউবার

Snake Crackers On Railway Track: ভিডিয়োতে দেখা গেল, ওই ইউটিউবার রেললাইনে বিপুল সংখ্যক সাপবাজি জড়ো করে সেগুলিতে একত্রে আগুন ধরাচ্ছেন। তার ফলে মুহূর্তের মধ্যেই সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ধোঁয়া ব্যাপক ভাবে বাতাসে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি আর একটি ট্র্যাকেও ছড়িয়ে পড়েছে সেই কালো ধোঁয়া। সেখান থেকে সে সময় একটি মালগাড়ি পাস করছিল।

Viral Video: বাতাস ঢাকল কালো ধোঁয়ায়, রেললাইনে সাপবাজি ফাটিয়ে তীব্র রোষের মুখে ইউটিউবার
রেললাইনে সাপবাজি ফাটিয়ে ভ্লগও করলেন ইনি!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 9:18 PM

ছোটবেলায় নিশ্চয়ই সাপবাজি ফাটিয়েছেন? কিন্তু রেলওয়ে ট্র্যাকে কখনও সাপবাজি ফাটানোর কথা ভেবেছেন? সম্প্রতি এক ইউটিউবার সেরকমই কাণ্ড ঘটিয়ে বসেছেন। রেললাইনের উপরেই তিনি এক গোছা সাপবাজিতে আগুন ধরিয়ে ফাটিয়েছেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখার পরে নেটিজ়েনরা ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। রেলপথ বিপন্ন হয়ে যেতে পারত দাবিতেX ওই ইউটিউবারের বিরুদ্ধ ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে।

X প্ল্যাটফর্মে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @trainwalebhaiya নামক একটি হ্যান্ডেল থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “এই ধরনের কাজের জন্য গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে। অনুগ্রহ করে এই সব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।” জানা গিয়েছে, 227/32 ফুলেরা-অজমের সেকশনে দানত্রা স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে।

ভিডিয়োতে দেখা গেল, ওই ইউটিউবার রেললাইনে বিপুল সংখ্যক সাপবাজি জড়ো করে সেগুলিতে একত্রে আগুন ধরাচ্ছেন। তার ফলে মুহূর্তের মধ্যেই সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ধোঁয়া ব্যাপক ভাবে বাতাসে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি আর একটি ট্র্যাকেও ছড়িয়ে পড়েছে সেই কালো ধোঁয়া। সেখান থেকে সে সময় একটি মালগাড়ি পাস করছিল। এরকমই একটা পরিস্থিতিতে ওই ইউটিউবারকে দেখা গিয়েছে ভ্লগ করতে।

ভিডিয়োর কমেন্ট সেকশনে DRM জয়পুর উত্তর দিয়েছেন। ভিডিয়োটি প্রকাশ্যে নিয়ে আসার জন্য এক্স ব্যবহারকারীকে সাধুবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি নিশ্চিত বার্তা দিয়েছেন, ওই ইউটিউবারের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই ভিডিয়ো দেখার পরে নেটিজ়েনদের একটা বড় অংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একজন সরাসরি লিখছেন, ‘এদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া উচিত।’ আর একজন যোগ করলেন, ‘অল্প সময়ের মধ্যে প্রচারের আলোয় আসার জন্য ইউটিউবাররা এরকম করে। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।’