Optical Illusion: পাথরের মাঝেই লুকিয়ে রয়েছে ছোট্ট একটা পাখি, খুঁজে পেলেন?
Viral: অনেক পাথর নজরে আসছে এই ছবিতে। কিন্তু সেই অনেক পাথরের মধ্যে কি একটা পাখি খুঁজে পেলেন? খুব ভাল করে ছবিটা একবার তাকিয়ে দেখুন তো।
নিজেকে বোকা ভাবেন, এমন লোক এই দুনিয়ায় খুবই কম আছেন। কেউ বোকার ভান করে থাকলেও ক্ষেত্র বিশেষে নিজেকে স্মার্ট ও বুদ্ধিমান হিসেবেই তুলে ধরেন শেষমেশ। আর কেউ তো সত্যিই খুব বুদ্ধিমান। যত কঠিন ধাঁধাই হোক না কেন, ঠিক তার সঠিক উত্তরটা দিয়ে দেন তাঁরা। আর তাঁদেরই তো আমরা জিনিয়াস বলে থাকি। আজকাল দেখছেন তো, কীভাবে ছবির ধাঁধা বা অপ্টিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবিগুলো ভাইরাল হচ্ছে। দেখছেন এক, ভাবছেন এক, আর সেটা দাঁড়াচ্ছে অন্য কিছুতে। এমনই একটা অপ্টিক্যাল ইলিউশনের ছবি ফের ভাইরাল (Viral) হল। অনেক পাথর রয়েছে এক জায়গায়। আর সেই পাথুরে ঢিপির মাঝেই লুকিয়ে রয়েছে একটি পাখি। আপনাকে সেই পাখিটিকে খুঁজে বের করতে হবে।
সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে ছবিটি। প্রচুর মানুষ শেয়ার করছেন সেই ছবিটি। কিন্তু এক ঝলকে ছবিটা দেখার পরে অনেকেই সেই পাখিটিকে খুঁজতে ব্যর্থ হচ্ছেন। এমনকী খুব খুঁটিয়ে লক্ষ্য করার পরেও সেই পাখিটিকে খুঁজে পাচ্ছেন না নেটপাড়ার লোকজন। অনেকে আবার ছবিটাকে চ্যালেঞ্জ হিসেবেও নিচ্ছেন। আর যাঁরা এই ধাঁধার উত্তর দিতে পারছেন না, তাঁরা পরিষ্কার আত্মসমর্পণ করে বলছেন, “পাখিটিকে খুঁজে পেলে ধরে নিতে হবে আপনি মেধাবী ছাত্র।”
ছবিটি তুলেছে বেলজিয়ামের লরেন্স ডেবেলুল নামের এক ব্যক্তি। স্কটল্যান্ডের একটি পাহাড়ে ওযার সময় তাঁর নজর যায় পাখিটির দিকে। তাঁকেও লক্ষ করে থাকতে হয়েছিল অনেক ক্ষণ। লরেন্স ভাবতেই পারেননি যে, এটি একটি পাখি। প্রথমে তিনি এটিকে একটি পাথরই ভেবেছিলেন তিনি। তারপরে ওই পাখিটার চোখের দিকে নজর যাওয়ার পরই তাঁর খটকা লাগে। আসলে পাথরের রং এবং ওই পাখিটির রং মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আর সেই কারণেই পাখিটা অনেকের নজর এড়িয়ে যাচ্ছে। ঠিক যেমনটা লরেন্সের সঙ্গেও হয়েছিল।
লরেন্স জানিয়েছেন যে, পাখিটি যখন নড়াচড়া করে, তখনই তিনি নিশ্চিত হন যে, এটি আসলে একটি পাখি। তারপরই ছবিটা তিনি তোলেন এবং স্কটল্যান্ড ট্রিপ শেষ হতেই ছবিটা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
আপনিও প্রথমে এই ছবিতে পাখিটাকে খুঁজে পাবেন না। খুব খুঁটিয়ে দেখার পরই আপনার নজরে আসতে পারে পাখিটা। এখন পর্যন্ত আপনি যদি পাথরের মাঝখানে পাখিটিকে খুঁজে না পান, তাহলে উপরের লাল মার্ক করা অংশটা ভাল করে দেখে নিন।