Viral Video: বসের উপর বেজায় চটে পাবের কিচেনে বিষাক্ত আরশোলা ছেড়ে দিলেন শেফ, তারপর যা হল…

Royal William Pub Viral News: কখনও কি শুনেছেন রেগে গিয়ে নিজেরই কর্মক্ষেত্রে কেউ আরশোলা ছেড়ে এসেছেন। দেখেই হেসে উঠলেন তো? ঘটনাটি ঘটিয়েছে ব্রিটেনের এক শেফ। যিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এমন কান্ড করে বসলেন।

Viral Video: বসের উপর বেজায় চটে পাবের কিচেনে বিষাক্ত আরশোলা ছেড়ে দিলেন শেফ, তারপর যা হল...
Follow Us:
| Edited By: | Updated on: Jan 26, 2023 | 2:47 PM

Latest Viral Video: রেগে গিয়ে মানুষ কত কিই না করে! অনেক সময়ই শোনা যায় রেগে গিয়ে বিভিন্ন ভাবে শারীরিক-মানসিক ক্ষতি করেছে। আবার কখনও নিজের রাগকে নিয়ন্ত্রণে আনতে অনেকে ঘরের জিনিসপত্রও ছুঁড়ে ফেলেন। তবে কখনও কি শুনেছেন রেগে গিয়ে নিজেরই কর্মক্ষেত্রে কেউ আরশোলা ছেড়ে এসেছেন। দেখেই হেসে উঠলেন তো? ঘটনাটি ঘটিয়েছে ব্রিটেনের এক শেফ। যিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এমন কান্ড করে বসলেন। তবে এর ফলে তিনি নিজেই বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। ফলে এই ঘটনা আবারও মানুষকে বোঝাতে যথেষ্ট যে, সময়মতো রাগ সামলানো কতটা গুরুত্বপূর্ণ।

লিঙ্কনের রয়্যাল উইলিয়াম পাব-এ কর্মরত একজন শেফের তার বসের সঙ্গে অনেক দিন ধরেই ঝামেলা চলছিল। কারন তার বস তাকে দীর্ঘদিন ধরে ছুটির টাকা দিচ্ছিলেন না। যার ফলে তিনি চাকরিও ছেড়ে দেন। চাকরি ছেড়ে দেওয়ার পরেও তিনি অদ্ভুত এক কাজ করেন। চাকরি ছাড়ার দুই দিন পর, তিনি 20টি বিষাক্ত আরশোলা নিয়ে এসে রয়্যাল উইলিয়াম পাবের রান্নাঘরে ছেড়ে দিয়ে এসেছিলেন। এরপর এই পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। আর সেখান থেকেই শুরু হয় আসল বিপত্তি। আপনি ভাবতে পারবেন না এমন কাজের জন্য় শেফকে জেলেও যেতে হয়েছে।

25 বছর বয়সী শেফকে তার কাজের জন্য় আদালতে ডাকা হয়েছে। আরশোলা সম্পর্কে পাব কর্মীরা জানতে পেরে সঙ্গে সঙ্গে কীটপতঙ্গ নিয়ন্ত্রণকে (Pest Control) জানানো হয়। তিনি রান্নাঘরে যে আরশোলাগুলি রেখেছিলেন তা বাইরে থেকে আনা হয়েছিল। এই পুরো ঘটনায় পাবটির 22 লাখেরও বেশি ক্ষতি হয়েছে। বিষয়টি আদালতে পৌঁছালে, শেফকে পরিবর্তে 17 মাসের কারাদণ্ড দেওয়া হয়।