Viral Video: পায়ে ছোট্ট টোকা… ধপাস! অফিসে কর্মব্যস্ত মহিলা সহকর্মীকে ফেলে দিলেন যুবক, হাসি থামছে না নেটিজেনদের
Victim Of Mischief: এই ভিডিয়োটি দেখে নেটিজেনরা দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। একদল বলছেন এটি মজার ভিডিয়ো। আর একদল বলছেন সহকর্মীর সঙ্গে এমন করা ঠিক নয়।
![Viral Video: পায়ে ছোট্ট টোকা... ধপাস! অফিসে কর্মব্যস্ত মহিলা সহকর্মীকে ফেলে দিলেন যুবক, হাসি থামছে না নেটিজেনদের Viral Video: পায়ে ছোট্ট টোকা... ধপাস! অফিসে কর্মব্যস্ত মহিলা সহকর্মীকে ফেলে দিলেন যুবক, হাসি থামছে না নেটিজেনদের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-04-at-15.19.17.jpeg?w=1280)
Latest viral News: অনেক সময় কাজে মানুষ এতটাই মগ্ন হয়ে যায় যে পিছনে কী ঘটছে তা বোঝেই যায় না। কখনও কখনও অবসরে মজার ছলে করা কাজেও বিপদ আসতে পারে। আবার কখনও বা আপনার অজান্তেই। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে। আপনি ভিডিয়োটি দেখে হাসি থামাতে পারবেন না। যদিও এই ভিডিয়োটি দেখে নেটিজেনরা দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। একদল বলছেন এটি মজার ভিডিয়ো। আর একদল বলছেন সহকর্মীর (Employee) সঙ্গে এমন করা ঠিক নয়।
When you are bored at work pic.twitter.com/IsIdApoMX3
— Lo+Viral ? (@TheBest_Viral) January 2, 2023
একজন টুইটার ব্য়বহারকারী টুইটারে সম্প্রতি এই ভিডিয়োটি পোস্ট করেছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি রিসেপশনে তিনজন কর্মচারী কাজ করছেন। সামনে দুই মহিলা একজনের সঙ্গে কথা বলছেন, এদিকে পিছনে দাঁড়িয়ে কীভাবে দুষ্টুমি করা যায় সে কথা ভাবছেন একজন কর্মচারী। তিনি পেছন থেকে সামনে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারীর পায়ে হালকা করে ধাক্কা দেন, তারপর সঙ্গে-সঙ্গে সেই মহিলা কর্মী নিচে পড়ে যান। যদিও পরে ওই কর্মচারী নিজেই ওই মহিলাকে ধরে তোলেন।
ওই নারীর নাম সুজান ইসলাম। তিনি নিজেই টুইট করে লোকটির কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আমি ইতিমধ্যে আর্থ্রাইটিস নামক একটি রোগের সম্মুখীন। এমতাবস্থায় হঠাৎ করে এভাবে পড়ে যাওয়ায় আমার চোখে জল চলে এসেছিল। অন্যদিকে এ নিয়ে মজার মজার কমেন্টও আসছে। এটা লজ্জাজনক।” এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল ফেলেছে। এখনও পর্যন্ত প্রায় 41 লাখ মানুষ এটি দেখেছেন এবং প্রায় 45 হাজার মানুষ এটি লাইক করেছেন। চার হাজারেরও বেশি মানুষ এটি রিটুইট করেছেন।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)