Viral Video: ওয়াটার পার্কে সুইমিং স্লাইডে রুদ্ধশ্বাস দৌড় যুবকের, শেষে কী হল দেখবেন?
Water Park Viral Video: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে সুইমিং স্লাইডে জলের স্রোতের সঙ্গে দৌড়ে নামছেন এক ব্য়ক্তি। তার তারপরেই যা হল, তা দেখলে আপনি চমকে উঠবেন।
Latest Viral Video: আপনি কি কখনও ওয়াটার পার্কে (Water Park) ঘুরতে গিয়েছেন? গিয়ে থাকলে দেখবেন সেখানে অনেক ধরনের সুইমিং স্লাইড থাকে। কোনওটা ছোট আবার কোনওটা অনেক বড়। আবার কিছু থাকে অনেক উঁচুও। সেখানে অনেককেই দেখা যায়, জলের সঙ্গে হুস করে নীচে নেমে আসতে। অনেক নিয়মাবলীও লেখা যাকে, যাতে কাউকে কোনও রকম বিপদের সম্মুখীন না হতে হয়। কিন্তু তারই মধ্য়ে এমন অধিকাংশ মানুষ থাকে যারা সেগুলি মেনে চলে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় (Social Media)এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে সুইমিং স্লাইডে (Swimming Slide) জলের স্রোতের সঙ্গে দৌড়ে নামছেন এক ব্য়ক্তি। তার তারপরেই যা হল, তা দেখলে আপনি চমকে উঠবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওয়াটার পার্কের সুইমিং স্লাইডে সবাই শুয়ে জলের সঙ্গে নীচে নামছে। এদিকে সেখানে এক ব্যক্তি দ্রুত দৌড়ে নামছে। প্রথমে আপনি তাকে দেখে আক মুহূর্তের জন্য় হলেও চমকে উঠবেন। সেখানে উপস্থিত লোকজনও তাকে দেখে অবাক। কিন্তু কয়েক সেকেন্ড পড়েই দেখবেন, সে মুখ থুবড়ে পড়ে যাবে সেই সুইমিং স্লাইডে। তা দেখে আপনি শিউড়ে উঠতে বাধ্য়।
Nigga thought he was Naruto ??? pic.twitter.com/EkF9Oa6KQT
— vids that go hard (@vidsthatgohard) March 2, 2023
এই ভিডিয়োটি @vidsthatgohard নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত 47 লাখের বেশি মানুষ ভিডিয়োটি দেখেছেন। অনেকে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “আমি ভিডিয়োটি একাধিকবার দেখলাম। এটা কীভাবে সম্ভব?” আরও এক ব্য়ক্তি কমেন্টে লিখেছেন, “জলে এ ধরনের স্টান্ট করার সাহস কোথা থেকে পায়, উনি যেভাবে পড়ে গেলেন তাতে ওনার বড় কোনও বিপদ হতে পারে।”