Viral Video: অসুস্থ বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে মাথা রাখল বুকে, ভাইরাল এই হনুমানের কাণ্ড

Monkey Viral Video: আশপাশের জীবজন্তুরাও কিন্তু জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে। মন থেকে কোনও জীবজন্তুকে ভালোবাসলে তারাও বদলে ভালোবাসাই ফিরিয়ে দেয়। তবে এবার যে ভিডিয়োটি (Video) ভাইরাল (Viral) হয়েছে, তা দেখলে আপনি অবাক হবেন।

Viral Video: অসুস্থ বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে মাথা রাখল বুকে, ভাইরাল এই হনুমানের কাণ্ড
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2023 | 8:45 AM

Latest Viral Video: মানুষ ও পশুপাখির সম্পর্ক খুবই অনন্য। উভয়েই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, তবে উভয়ের ভিতরেই এমন একটি অনুভূতি রয়েছে, যা তাদের একে অপরের কাছাকাছি নিয়ে আসে। অনুভূতি নিয়েই তো মানুষ। আশপাশের জীবজন্তুরাও কিন্তু জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে। মন থেকে কোনও জীবজন্তুকে ভালোবাসলে তারাও বদলে ভালোবাসাই ফিরিয়ে দেয়। তবে এবার যে ভিডিয়োটি (Video) ভাইরাল (Viral) হয়েছে, তা দেখলে আপনি অবাক হবেন। অসুস্থ বৃদ্ধার সেবা করছে এক হনুমান (Monkey)। ভাবতে পারছেন কী কাণ্ড!

রোজ সকালে হনুমানদের রুটি খেতে দিতেন এক বৃদ্ধা। আচমকা তিনি অসুস্থ হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় রোজের রুটিন। টানা দু’দিন বৃদ্ধাকে দেখতে না পেয়ে শেষে তাঁর বাড়িতেই চলে এল একটি হনুমান। তারপর কী করল সে, দেখলে চোখ কপালে উঠবে! ঘটনাটির ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে, এক অসুস্থ বৃদ্ধা শুয়ে রয়েছেন। হনুমানটি বসে রয়েছে তাঁর পাশে। কিছুক্ষণ পরে সে উঠে এসে বৃদ্ধাকে জড়িয়ে ধরল। বৃদ্ধার গলার কাছে মাথা রেখে শুয়ে থাকতেও দেখা যায় হনুমানটিকে। শুধু তাই নয়, বিছানায় উঠে বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে দিল ওই অবলা প্রাণীটি।

হৃদয় ছুঁয়ে যাওয়া এই ভিডিয়োটি @ravikakarara নামে এক টুইটার ব্য়বহারকারী টুইটারে শেয়ার করেছেন। শেয়ার করার পর থেকে 24 লাখ বার দেখা হয়েছে। 1.25 লক্ষেরও বেশি মানুষ এটিকে লাইক করেছেন এবং 15 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি রিটুইট করেছেন। এছাড়া অনেকে কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “হনুমানটির কাছ থেকে শেখা উচিত কীভাবে মানুষের যত্ন করতে হয়।” আর একজন কমেন্ট করেছেন, “ওরা ভালবাসতে জানে।”