Viral Video: ঘাড় মটকে জিরাফ শাবককে আক্রমণ সিংহীর, ছুটে এসে তার বাচ্চাকে কীভাবে বাঁচাল মা, দেখুন

Viral Video Today: সিংহীর (Lioness) আক্রমণ থেকে বাঁচাতে মা জিরাফ (Mother Giraffe) তার খুদে সন্তানকে রক্ষা করছে। ছোট্ট সেই ক্লিপটি দেখতে গিয়ে আপনার চোখের পলক পড়বে না।

Viral Video: ঘাড় মটকে জিরাফ শাবককে আক্রমণ সিংহীর, ছুটে এসে তার বাচ্চাকে কীভাবে বাঁচাল মা, দেখুন
যেভাবে সন্তানকে বাঁচালেন মা, না দেখলে বিশ্বাস করবেন না!
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 6:57 PM

Latest Viral Video: জঙ্গলে প্রতিদিন কী ঘটে চলেছে তা আমরা আন্দাজ করতে পারি না। সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছু ঘটনা আমাদের সামনে আসে। ব্যাপক ভাইরাল হয় সেই ভিডিয়োগুলো। অবাক করে সেই দৃশ্যগুলো আমাদের। কখনও কোনও প্রাণীর চরম বুদ্ধিমত্তার সঙ্গে শিকার করা, কখনও আবার কোনও প্রাণীর অদ্ভুত স্বভাব দেখে আমাদের চক্ষু চড়কবৃক্ষে ওঠে। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। সেখানে দেখা গিয়েছে, সিংহীর (Lioness) আক্রমণ থেকে বাঁচাতে মা জিরাফ (Mother Giraffe) তার খুদে সন্তানকে রক্ষা করছে। ছোট্ট সেই ক্লিপটি দেখতে গিয়ে আপনার চোখের পলক পড়বে না।

ইনস্টাগ্রামে animal.worlds11 নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্লিপটিতে ধরা পড়েছে, ছোট্ট একটি জিরাফ শাবক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎই দৌড়তে-দৌড়তে এসে তাকে আক্রমণ করে একটি সিংহী। বনের রানী ছোট্ট প্রাণীটিকে এমন ভাবেই জাপ্টে ধরেছিল যে, তার নড়াচড়ার জো ছিল না। এমনই সময় বাচ্চা জিরাফটির মা দৌড়তে দৌড়তে এসে পৌঁছয় ঘটনাস্থলে। আর তাকে দেখার পরেই মারছুট দেয় সিংহী।

মা জিরাফের এহেন সাহসীকতার পরিচয় যেন নেটপাড়ার লোকজনের মন জিতে নিয়েছে। তার থেকেও বেশি মানুষজন মজা পেয়েছেন এটা দেখে যে, কীভাবে বিরাট জিরাফটিকে দেখার পর প্রাণভয়ে পালিয়ে যায় ওই সিংহী। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “জিরাফ তার সন্তানের কাছে ছুটে আসে এবং সিংহীর আক্রমণ থেকে বাঁচায়।”

খুব অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটির ভিউ কয়েক হাজার হয়ে গিয়েছে। নেটিজ়েনদের কেউ ফুটেজটি দেখে স্তম্ভিত হয়েছেন, কেউ আবার ওই জিরাফ ছানাটির নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।

একজন লিখেছেন, “আমি তো ভেবেছিলাম, বাচ্চাটা হয়তো মরে গেল। ওর মা আসার আগে মনে হল যেন মাথাটাই ভেঙে গিয়েছে।” আর একজন যোগ করলেন, “আমি সত্যিই চিন্তিত ছিলাম যে, বাচ্চাটি হয়তো আর বেঁচে ফিরবে না।” তৃতীয় একজন জুড়লেন, “ওই বাচ্চাটির সঙ্গে এমনটা দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম।” চতুর্থ ব্যক্তি বললেন, “ছোট্ট জিরাফটি কেন দৌঁড়ে পালাচ্ছিল না, আমি সেটা ভাবছিলাম।”