Viral Video: রাস্তায় নুডলস দেখলেই জিভে জল? ফ্যাক্টরিতে তা কীভাবে বানায় দেখলে হয়তো আর খাবেনই না!
Noodle Factory Viral Video: চাইনিজ় বলতেই প্রথমে নুডলসের কথাই মাথায় আসে। কিন্তু কখনও কি দেখেছেন এই নুডলস কীভাবে তৈরি হয়? তবে নতুন ভাইরাল হওয়া এই ভিডিয়োটি আপনার জন্য।
Latest Viral Video: চাইনিজ় (Chinese) খাবার খেতে পছন্দ করেন না এমন মানুষ হাতে গোনা। সে রাস্তার ধারের দোকানে হোক বা রড় কোনও রেস্তোরাঁ। আবার যারা খুব বেশি বাইরের খাবার খান না, তাঁরা বাড়িতে রান্না করে খেতে ভালবাসেন। চাইনিজ় বলতেই প্রথমে নুডলসের (Noodles) কথাই মাথায় আসে। কিন্তু কখনও কি দেখেছেন এই নুডলস কীভাবে তৈরি হয়? তবে নতুন ভাইরাল (Viral) হওয়া এই ভিডিয়োটি (Video) আপনার জন্য। রাস্তার ধারে বিক্রি হওয়া নুডলস কীভাবে তৈরি করা হয় তা দেখানো হয়েছে এই ভাইরাল ভিডিয়োটিতে (Viral Video)। এই ভিডিয়োটিতে দেখা গিয়েছে অস্বাস্থ্যকর অবস্থায় নুডলস তৈরি করা হচ্ছে। যা আপনাকে অবাক করবে।
When was the last time you had road side chinese hakka noodles with schezwan sauce? pic.twitter.com/wGYFfXO3L7
— Chirag Barjatya (@chiragbarjatyaa) January 18, 2023
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছোট নুডল কারখানায় শুট করা হয়েছে ভিড়িয়োটি। বেশ কয়েকজন শ্রমিককে নুডুলস তৈরি করতে দেখা যাচ্ছে। প্রথমে শুকনো ময়দা একটি মেশিনে দিয়ে তাতে জল ঢালা হল। তারপর মিক্সারটি থেকে ময়দা মেখে বেড়িয়ে এল। এবার একটি মেশিনে ময়দা পাকানো হল এবং পাতলা নুডুলসের মতো কাটা হল। পুরো নুডুলস তৈরির প্রক্রিয়াটি আপনার দেখতে ভাল লাগলেও, সবটাই শ্রমিকরা গ্লাভস না পরে করছেন। শেষে প্লাস্টিকের ব্যাগে ম্যানুয়ালি প্যাক না করা পর্যন্ত মেঝেতে ফেলে দেওয়া হয়। আর তা দেখার পরই আপনি হতাশ হবেন। আপনার পুরো প্রক্রিয়াটিই তখন “জঘন্য এবং “অস্বাস্থ্যকর” বলে মনে হতে পারে।
পিএফসি ক্লাবের প্রতিষ্ঠাতা চিরাগ বরজাতিয়া টুইটারে ভিডিয়োটি শেয়ার করেছেন। পোস্টের ক্য়াপশনে লিখেছেন, “শেষ কবে আপনি শেজওয়ান সসের সঙ্গে রোড সাইড চাইনিজ হাক্কা নুডলস খেয়েছিলেন?” শেয়ার করার পরেই ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। এখন পর্যন্ত প্রায় দুই লাখ ভিউ হয়েছে। 2 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে কমেন্ট করে তাদের পরিক্রিয়াও জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ““পুরো প্রক্রিয়াটিই অত্য়ন্ত অস্বাস্থ্যকর। এই কারখানাটি বন্ধ করা দরকার।”