Viral Video: শারীরিক অক্ষমতাকে জয় করে মানুষেরও মন জিতল কিশোর, বাঁধ মানবে না চোখের জল
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না।
Latest Viral Video: অভাবী কাউকে সাহায্য করার পর যখন তাদের মুখে সেই হাসিটা দেখা যায়, তার থেকে সুন্দর মুহূ্র্ত বোধয় কিছু হয় না। ক্ষুধার্তকে খাওয়ানো এবং তৃষ্ণার্তকে জল দেওয়ার চেয়ে পুণ্যের আর কিই বা আছে। আজকের যুগে এমন মানুষ খুব কমই দেখতে পাওয়া যায়, যারা অন্যদের সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখলে আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। একটি বিশেষভাবে সক্ষম বাচ্চাকে রাস্তার ধারে বসে থাকতে দেখে দুই মহিলা সাহায্য় না করে থাকতে পারলেন না। আর এই ভিডিয়ো ভাইরাল হতেই অধিকাংশ নেটিজেনের নজর কেড়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ছোট বাচ্চাটি রাস্তার ধারে বসে বেলুন বিক্রি করছে। তখন দু’জন মহিলা গাড়িতে করে তার পাশ থেকে যাচ্ছিলেন। তাকে দেখে এক প্যাকেট বিরিয়ানি খেতে দেন, যা দেখে শিশুটি খুশি হয়ে যায়। শুধুই বেলুন নয়, তার সঙ্গে চকলেটও দেন। জানতে চাইলে সে জানায় তার নাম কৃষ। মহিলাটি তার হাতে বেলুন দেখে সেগুলির দাম জিজ্ঞাসা করেন এবং তার থেকে সমস্ত বেলুন কিনে তাকে টাকা দিয়ে দেন। ছেলেটি খুশি হয়ে জিজ্ঞেস করে ‘এই টাকা কি আমার জন্য?’, মহিলাটি ‘হ্যাঁ’ বলে। আর তারপরে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। গাড়িতে থাকা অন্য় একজন মহিলা এই পুরো ঘটনাটি ভিডিয়ো করে সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেন।
View this post on Instagram
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে naeem.faiza নামে একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। যা এখনও পর্যন্ত 12 মিলিয়নেরও বেশি অর্থাৎ 1.2 কোটি ভিউ হয়েছে। আর 20 লাখেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। একজন আবেগপ্রবণ হয়ে লিখেছেন, ‘আমি জানি না আমি কতবার ভিডিয়োটি দেখেছি, দেখার পরে আমি কান্না থামাতে পারিনি। আপনি অত্য়ন্ত ভাল কাজ করেছেন।’