Viral Video: মই নাড়িয়ে শ্রমিককে 30 ফুট উপর থেকে নীচে ফেললেন হুইলচেয়ারে বসা ব্যক্তি, কিন্তু কেন এত রাগ?
Latest Viral Video: ভিডিয়োটি টুইটারে @crazyclipsonly নামের একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। মাত্র 37 সেকেন্ডের এই ভিডিয়োটি 14 মিলিয়নেরও বেশি অর্থাৎ 1.4 কোটি বার দেখা হয়েছে, যখন 62 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন।
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভাইরাল হয়, যা দেখলে রিরক্তি প্রকাশ করা ছাড়া আর কোনও উপায় থাকে না। প্রায়ই এমন অনেক ভিডিয়ো সামনে আসে, যেখানে কখনও কোনও কারণ ছাড়াই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তিকে কেউ ধাক্কা মারে, আবার কেউ ছোটখাটো বিষয়ে ঝগড়া করতে থাকে। পৃথিবীতে এমন মানুষের অভাব নেই। আজকাল এমনই এক বৃদ্ধের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে তাকে এমন কাজ করতে দেখা গিয়েছে, তা দেখে আপনিও ক্ষোভে ফেটে পড়বেন। বৃদ্ধকে হুইলচেয়ারে দেখেও মানুষ তার প্রতি সহানুভূতি প্রকাশ করছে না। কিন্তু তিনি কী এমন করেছেন? ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বৃদ্ধ লোকটি হুইলচেয়ারে যাচ্ছেন এবং এর মধ্যে তিনি একটি সিঁড়ির কাছে থামেন। তারপর সে জোরে জোরে মই নাড়াতে থাকে। প্রথমে বোঝা যাচ্ছে না তিনি কী করছে, কিন্তু তারপরে হঠাৎই দেখা যাচ্ছে, একজন লোক ওপর থেকে পড়ে যায়। আসলে ওই ব্যক্তি ছিলেন একজন চিত্রকর এবং সিঁড়ির সাহায্যে উপরে উঠে দেয়াল আঁকছিলেন, কিন্তু বৃদ্ধ তাঁকে ইচ্ছে করে ফেলে দেন।
Man in wheelchair shakes painter’s ladder because it is ‘blocking the pavement’ causing him to fall 30ft to the ground ? pic.twitter.com/9cuW48JASs
— Crazy Clips (@crazyclipsonly) May 10, 2023
ভিডিয়োটি টুইটারে @crazyclipsonly নামের একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। মাত্র 37 সেকেন্ডের এই ভিডিয়োটি 14 মিলিয়নেরও বেশি অর্থাৎ 1.4 কোটি বার দেখা হয়েছে, যখন 62 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। একই সঙ্গে ভিডিয়োটি দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলছেন “এটি খুনের চেষ্টা ছাড়া আর কোনও কিছু না।” আবার কেউ বলছেন “হুইলচেয়ারে বসে থাকা লোকটির জেলে থাকা উচিত।”