Viral Video: বাইক স্টান্টে বিপত্তি! প্রতিবেশীর বাড়ির দেওয়াল ভাঙলেন যুবক, দেখুন ভিডিয়ো
যুবকের কোনও ক্ষতি না হলেও, প্রতিবেশী ব্যক্তির বাড়ির বাইরের দেওয়ালের অনেকটা অংশই বাইকের আঘাতে ভেঙে গিয়েছে।
বাইক নিয়ে স্টান্ট দেখানো যে সবসময়ই বিপজ্জনক তার প্রমাণ আরও একবার পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে। এ যাত্রায় অবশ্য বাইক আরোহীর কোনও ক্ষতি হয়নি। কিন্তু বারোটা বেজে গিয়েছে দামি বাইকের। সেই সঙ্গে এক প্রতিবেশীর সুদৃশ্য বাড়ির বাউন্ডারি ওয়াল অর্থাৎ বাইরের দেওয়ালের বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনদের অনেকেই এই ভিডিয়ো দেখে হেসে ফেলেছেন। তবে বেশিরভাগ নেটিজ়েনই বিরক্তি প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন, এখানে হয়তো আরোহীর কোনও বিপদ হয়নি। তবে হতেই পারত। বাইক নিয়ে স্টান্ট না দেখানোই মঙ্গল। আর কত বিপদ ঘটলে লোকজন সতর্ক হবেন সেই প্রশ্নও তুলেছেন নেটিজ়েনদের একাংশ।
ভিডিয়োতে দেখা গিয়েছে, জলমগন রাস্তার মধ্যে দিয়ে বাইক নিয়ে স্টান্ট দেখাচ্ছেন এক যুবক। বাইকের মডেল দেখেই বোঝা যাচ্ছে যে সেটি বেশ ভারী। জলভর্তি রাস্তার উপর দিয়ে প্রথমে বাইক নিয়ে ঠিক ভাবেই এগোচ্ছিলেন ওই যুবক। কিন্তু স্টান্ট দেখানো শুরু করতেই ঘটে বিপত্তি। বেসামাল হয়ে যান তিনি। সজোরে গিয়ে ধাক্কা মারেন পাশেই একটি বাড়ির বাইরের পাঁচিলে। ততক্ষণে ধাক্কা খেয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের বসা অবস্থা থেকে কার্যত ছিটকে দাঁড়িয়ে গিয়েছেন ওই যুবক। বিষয়টি দেখতে হাস্যকর হলেও যথেষ্টই বিপজ্জনক।
দেখুন বাইক নিয়ে স্টান্ট দেখানোর সেই ভিডিয়ো
View this post on Instagram
আসলে বাইকের সামনের চাকা শূন্যে তুলে উল্লম্ব ভাবে বাইক রেখে স্টান্ট দেখতে গিয়েছিলেন ওই যুবক। আর তার ফলেই ঘটেছে এই অঘটন। তবে ভাগ্যিস ওই যুবক মাথায় হেলমেট পড়েছিলেন এবং বেসামাল হয়ে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যাননি। নাহলে বড় বিপদ হতে পারত। ভাগ্যের জোরে এ যাত্রায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। কিন্তু ওই যুবকের এ হেন দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁর তীব্র নিন্দা এবং সমালোচনা করেছেন নেটিজ়েনদের একটা বড় অংশ।
অন্যদিকে, যুবকের কোনও ক্ষতি না হলেও, প্রতিবেশী ব্যক্তির বাড়ির বাইরের দেওয়ালের অনেকটা অংশই বাইকের আঘাতে ভেঙে গিয়েছে। কারণ বাইক সমেত দেওয়ালে গিয়ে ধাক্কা মারার পর বাইকটি দেওয়ালের বেশ অনেকটা অংশ জুড়ে ঘষে গিয়েছিল। তার ফলেই ভেঙে গিয়েছে বাউন্ডারি ওয়ালের অনেকটা অংশ।
আরও পড়ুন- Viral Video: সবকিছুকেই স্যানিটাইজার ভাবে একরত্তি এই মেয়ে! খুদের কাণ্ডকারখানায় হাসির রোল নেট মাধ্যমে