Viral Video: বাইকের উপর দাঁড়িয়ে বিপজ্জনক স্টান্ট, মুখ থুবড়ে পড়লেন চালক
Viral Video Today: ভিডিয়োতে দেখা গেল, জনাকীর্ণ রাস্তায় বাইক স্টান্ট করার চেষ্টা করছেন এক ব্যক্তি। সেই স্টান্ট তিনি করে দেখালেনও। কিন্তু স্টান্ট তো তখনই স্টান্ট হবে, যখন তা নিরাপদ হবে এবং সফল হবে। এখানে তা হয়নি। তা তিনি সেই কেতবাজি মেরে বাইকের উপরে দাঁড়িয়ে থেকে চালাচ্ছিলেন। হঠাৎই ব্যালান্স হারিয়ে নিচে পড়ে গেলেন।
Latest Viral Video: বেপরোয়া গতি যে কতটা বিপজ্জনক হতে পারে, তা বারবার দেখেছি আমরা। কিন্তু তারপরেও কি আমরা সতর্ক? সেফ ড্রাইভ আর সেভ লাইফ নিয়ে প্রচারই রয়েছে কেবল, তা মানামানির বালাই নেই! তার উপরে আবার হেলমেট না পরে বাইক চালানো, একটা বাইকের পিছনে একাধিক লোকজনকে বসিয়ে চালানো- এসব তো রয়েইছে। এতেই রক্ষে নেই। তার উপরে আবার যোগ হয়েছে ঝুঁকিপূর্ণ স্টান্ট। কখনও বাইকের উপরে দাঁড়িয়ে, কখনও দুই হাত ছেড়ে বাইক চালিয়ে নিজেদের বিপদ বাড়াচ্ছেন স্টান্ট ম্যানিয়াকরা। সম্প্রতি সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বাইক নিয়ে বিপজ্জনক স্টান্ট দেখাতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন এক ব্যক্তি।
ভিডিয়োতে দেখা গেল, জনাকীর্ণ রাস্তায় বাইক স্টান্ট করার চেষ্টা করছেন এক ব্যক্তি। সেই স্টান্ট তিনি করে দেখালেনও। কিন্তু স্টান্ট তো তখনই স্টান্ট হবে, যখন তা নিরাপদ হবে এবং সফল হবে। এখানে তা হয়নি। তা তিনি সেই কেতবাজি মেরে বাইকের উপরে দাঁড়িয়ে থেকে চালাচ্ছিলেন। হঠাৎই ব্যালান্স হারিয়ে নিচে পড়ে গেলেন।
শুধু নিজেই যে পড়ে গেলেন তা নয়। তাঁর বাইকটা ওই রাস্তায় ছিটকে গেল। সঙ্গে সঙ্গে আর একটা বাইকে গিয়ে লাগল তা। দুর্ঘটনার কবলে পড়লেন নির্দোষ রাস্তার অপরপ্রান্তেরও সেই বাইক চালক। একজন স্টান্ট দেখাতে গেলেন। পরিণাম এতটাই খারাপ হল যে, তিনি তো বিপদে পড়লেনই, প্রভাব এসে পড়ল অন্য আর একটা বাইকের উপরে, যিনি দুর্ঘটনার বিন্দুবিসর্গ কিছুই জানতেন না।
View this post on Instagram
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করেছেন কুশল গিরি মহারাজ নামের এক ব্যবহারকারী। ব্যাপক ভাইরাল হয়েছে তা। অল্প সময়ের মধ্যে ভিডিয়োতে আড়াই লাখের কাছাকাছি লাইক পড়েছে। প্রচুর মানুষ ভিডিয়োতে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেক দর্শক এই ধরনের বিপজ্জনক স্টান্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
একজন লিখেছেন, “আপনি যে এখনও পর্যন্ত বেঁচে আছেন, সেটা দেখেই অবাক হয়ে যাচ্ছি। জেনে রাখুন, আপনার বেয়াদপির জন্য অন্যের জীবন বিপন্ন।” অন্য একজন ব্যবহারকারী সহানুভূতি প্রকাশ করে বলেছেন, “এটি হৃদয়বিদারক যে, কয়েকজনের কাজের কারণে নিরপরাধ মানুষ আহত হলেন। তাঁরা তাঁদের জীবনকে বিপদে ফেলে এবং অন্যদেরও ক্ষতি করতে পারে।”