Viral Video: একগুচ্ছ কোবরা পেঁচিয়ে রয়েছে গাছে! সাপের ভিডিয়ো দেখে আঁতকে উঠলেন নেটিজ়েনরা
Viral Video: বিশেষজ্ঞদের অনেকেই জানিয়েছেন, এই একগুচ্ছ সাপের মধ্যে কোবরাদের বিভিন্ন প্রজাতি রয়েছে। যেমন- কিং কোবরা, ইন্ডিয়ান কোবরা। একে অন্যের ঘাড়ে ক্রমশ উঠছে এই সাপেরা। একটি সাপ ক্রমশ আর একটি সাপকে পেঁচিয়ে ধরছে।
সাপেদের (Snake Video) ভয়ঙ্কর সব ভিডিয়ো (Viral Video) আজকাল ভাইরাল হয় নেট দুনিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। একটা-দুটো নয়, একগুচ্ছ সাপ দেখা গিয়েছে ওই ভিডিয়োতে। একে অন্যের সঙ্গে পেঁচিয়ে রয়েছে তারা। একটি গাছের কাণ্ডে জড়িয়ে রয়েছে একগুচ্ছ সাপ। সে এক ভয়ঙ্কর দৃশ্য। একনজর দেখলেই গা শিউরে উঠবে আপনার। আর জানা গিয়েছে, এইসব সাপ যেসব সাপ নয়। একেবারে বিষধর কেউটে সাপ। এমনিতেই বলা হয় কিং কোবরা এবং ভারতীয় কোবরা সাপদের মতো বিষাক্ত সাপ খুব কমই হয়। সিনেমার ডায়লগ ‘এক ছোবলে ছবি’- র মতো বাস্তবেও তাদের ক্ষমতা এতটাই। বিশেষজ্ঞরা বলেন, এই কিং কোবরা বা ইন্ডিয়ান কোবরার ছোবল খাওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে একজন মানুষের। ভারতের বিভিন্ন এই অঞ্চলে এই বিষধর সাপেদের দেখা পাওয়া যায়। আর এবার তাদেরই দেখা গিয়েছে বীভৎস রূপে। একটা নয়, দুটো নয় একেবারে একগুচ্ছ কোবরা একে অন্যের সঙ্গে পেঁচিয়ে রয়েছে। গাছের গায়ে নিজেদের এলাকার দখলের লড়াই করতে গিয়েই এই কাণ্ড ঘটেছে। একে অন্যের সঙ্গে জড়িয়ে গিয়েছে সাপগুলি।
একগুচ্ছ সাপ একসঙ্গে পেঁচিয়ে রয়েছে, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
View this post on Instagram
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ‘snake._.world’ পেজ থেকে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে একটি গাছে কাণ্ড যেটা বেশ সরু, তার গায়েই পেঁচিয়ে রয়েছে একগুচ্ছ কেউটে সাপ। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন। অনেকেই বলেছেন যাঁরা সাপে ভয় পান, তাঁদের এই ভিডিয়ো একেবারেই দেখা উচিত নয়। নেটিজ়েনদের অনেকেই জানিয়েছেন, শুধু ভয় বা আতঙ্ক নয়, এই ভিডিয়ো দেখে গা শিউরে উঠেছে তাঁদের। অনেকে আবার এও বলেছেন এতগুলো সাপ একসঙ্গে পেঁচিয়ে থাকতে দেখে গা ঘিনঘিন করছে তাঁদের। ইতিমধ্যেই ১৮ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। ১৪০০- র বেশি লাইক পড়েছে এই ভিডিয়োতে।
বিশেষজ্ঞদের অনেকেই জানিয়েছেন, এই একগুচ্ছ সাপের মধ্যে কোবরাদের বিভিন্ন প্রজাতি রয়েছে। যেমন- কিং কোবরা, ইন্ডিয়ান কোবরা। একে অন্যের ঘাড়ে ক্রমশ উঠছে এই সাপেরা। একটি সাপ ক্রমশ আর একটি সাপকে পেঁচিয়ে ধরছে। দেখে মনে হচ্ছে যেন একটি সাপ অন্যটির সঙ্গে মারপিট করছে। একটি সাপকে আবার দেখা গিয়েছে মারামারি করতে গিয়ে পিছলে পড়েই যাচ্ছে সাপটি। অনেক ইন্সটাগ্রাম ইউজার অবশ্য এও বলেছেন যে সাপগুলো হয়তো মেটিং বা যৌন সঙ্গম করার জন্য এভাবে একে অন্যের সঙ্গে পেঁচিয়ে রয়েছে।