একাই ভ্যাকসিন নিয়েছেন ডাক্তারবাবু, বেজায় চটেছেন স্ত্রী, ভাইরাল স্বামী-স্ত্রীর ঝগড়ার ভিডিয়ো
মহিলার একটাই অভিযোগ, "কেন তুমি আমায় সঙ্গে নিয়ে গেলে না?"
করোনার ভ্যাকসিন যে দাম্পত্য কলহের কারণ হতে পারে এমনটা বোধহয় ভাবেননি কেউই। তবে বাস্তবে ঠিক এমনটাই হয়েছে। একা একা গিয়ে ভ্যাকসিন নিয়ে এসেছেন দিল্লির এক চিকিৎসক। আর তাতেই বেজায় চটে গিয়েছেন তাঁর স্ত্রী। মহিলার একটাই অভিযোগ, “কেন তুমি আমায় সঙ্গে নিয়ে গেলে না?”
স্বামী-স্ত্রীর কথোপকথনের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে টুইটারে। জানা গিয়েছে, ওই চিকিৎসকের নাম কে কে আগরওয়াল। পেশায় কার্ডিওওলজিস্ট এই চিকিৎসক আবার পদ্মশ্রী প্রাপক। তবে শত গুণের মধ্যেই মারাত্মক একটা ভুল করে ফেলেছেন তিনি। স্ত্রীকে বাদ দিয়েই চলে গিয়েছিলেন করোনার টিকা নিতে। এর জেরেই শুরু হয়েছে বিপত্তি।
Doctor KK Agarwal got himself vaccinated without his wife.
Note to self : don't ever pick-up phone while you are live on tv 🙂 #forwarded. pic.twitter.com/uhIQYvZ4IO
— Tarun Shukla (@shukla_tarun) January 27, 2021
প্রায় এক মিনিটের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, মেডিক্যাল সংক্রান্ত কোনও বিষয়ে কথা বলার জন্য লাইভ ছিলেন ডাক্তারবাবু। সেই সময়েই তাঁর ফোন আসে। পাশ থেকে কেউ একজন ফোন ধরে ডাক্তারবাবুকে ফোন এগিয়ে দেন। তারপরই শুরু হয় চোটপাট। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে মহিলা কণ্ঠস্বর। তাঁকে বলতে শোনা যায়, “তুমি ভ্যাকসিন নিতে গিয়েছিলে? আমায় কেন নিয়ে গেলে না?” ডাক্তারবাবু অবশ্য পরিস্থিতি সামাল দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে যে তিনি কেবল টিকাকরণের ব্যাপারে খোঁজখবর নিতে গিয়েছিলেন। সেখানে তাঁকে ভ্যাকসিন নিতে বলা হয়। তাই ভ্যাকসিন নিয়ে নেন তিনি। স্ত্রীকে আশ্বাস দিয়ে কার্ডিওলজিস্ট কে কে আগরওয়াল এও বলেন যে, খুব তাড়াতাড়ি স্ত্রীকেও নিয়ে যাবেন টিকাকরণের জন্য। ক্ষেপে গিয়ে মহিলা তখন বলেন, “একদম মিথ্যে কথা বলবে না আমায়।”
এরপরই হয় আসল মজা। ডাক্তারবাবুর সব চেষ্টাই বিফলে গিয়েছিল। কিছুতেই স্ত্রীকে তিনি থামাতে পারছিলেন না। অগত্যা বলে বসেন যে তিনি লাইভ রয়েছেন। এরপরই ডাক্তারবাবুর স্ত্রীর সোজা উত্তর, “লাইভে এসেই তোমার বারোটা বাজাচ্ছি।”
টুইটে এই ভিডিয়ো শেয়ার করেছেন, তরুণ শুক্লা নামের এক ব্যক্তি। ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, “ডাক্তরবাবু স্ত্রীকে ছাড়াই ভ্যাকসিন নিয়ে এসেছেন।” এরপর খানিকটা সতর্ক বার্তার মতোই তরুণ লিখেছেন, “যখন লাইভে থাকবেন তখন কিছুতেই ফোন তুলবেন না।” তরুণের মতো আরও অনেক টুইটারিয়ান এই ভিডিয়ো শেয়ার করেছেন, রিটুইট করেছেন। মজার কমেন্টও করেছেন নেটাগরিকরা। এর মধ্যেই এক লক্ষ ৬০ হাজার মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন।