Viral Video: নাতনির বয়সী মেয়ের গলায় মালা পরালেন বৃদ্ধ, নেটপাড়ায় তীব্র সমালোচনা
Viral Video Today: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে এক বয়স্ক ব্যক্তি, কম বয়সী একটি মেয়েকে বিয়ে করছেন। ভিডিয়োতে দুজনকেই খুব হাসিখুশি দেখা গিয়েছে।
Latest Viral Video: প্রেমের কোনও বয়স হয় না। হয় না কোনও লিঙ্গ বা বর্ণ। প্রেম সত্যিই বড্ড কেয়ারলেস। তাই, কোনও কিছু বাছবিচার নেই তার। তাই তো নবদ্বীপের ছেলের প্রেমে পড়ে সুদূর নরওয়ে থেকে বিয়ে করতে আসে কোনও মেয়ে। বেড়া টপকে, বেড়া ডিঙিয়ে, এ দেশ থেকে সে দেশে, এ রাজ্য থেকে সে রাজ্যে প্রেমের পরিণতি পাওয়ার বহু উদারহণ আমরা দেখেছি। বহু ভিডিয়োও ভাইরাল হয়েছে। আবার এমন ভিডিয়োও আমরা অনেক দেখেছি, যেখানে কম বয়সী মেয়ের সঙ্গে কোনও বয়স্ক ব্যক্তি বিয়ে করছেন। তার উল্টোটাও আমরা অনেকবার দেখেছি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে এক বয়স্ক ব্যক্তি, কম বয়সী একটি মেয়েকে বিয়ে করছেন। ভিডিয়োতে দুজনকেই খুব হাসিখুশি দেখা গিয়েছে।
ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল, এক ফ্রেমে রয়েছেন ওই তরুণী এবং বয়স্ক ব্যক্তি। দুজনে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলার জন্য পোজ় দিচ্ছেন। আর দুজনের গলাতেই রয়েছে ফুলের মালা। তাঁরা দুজনে কিছু বলছেন। কিন্তু কী বলছিলেন, তা এই ভিডিয়োতে ধরা পড়েনি। তারপরই দেখা গেল, ওই বয়স্ক ব্যক্তি ও তরুণী মালাবদল করছেন। বয়স্ক মানুষটির থেকে ওই তরুণীকে যেন মালাবদলের সময় আরও বেশি হাসিখুশি দেখিয়েছে।
View this post on Instagram
টুইটারে 89.70043016 নামক একটি প্রোফাইল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে খালি কয়েকটি স্মাইলি দেওয়া হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়োতে কমেন্ট করেছেন। লাইকও করেছেন অনেকে। এই প্রতিবেদন রচনা করার সময় ভিডিয়োর ভিউ প্রায় 38 হাজারের কাছাকাছি। কটাক্ষ করেছেন বহু মানুষ। বয়স্ক মানুষটাকে তীব্র ভর্ৎসনা করেছেন অনেকে। একজন মন্তব্য করেছেন, “একেই বলেই টাকার শক্তি।” আর একজন যোগ করেছেন, “আমাকে একটু বিষ দিন, মরে যাই। আমি আর কিসসু দেখতে চাই না।”
তবে তাঁদের মধ্যেই একজন বলেছেন, “আমার মনে হয়, এই মানুষটা তাঁর মৃত্যুর পর নিশ্চিত করে যেতে চাইছেন কেউ যাতে পেনশন পায়। এরকম অনেকেই করে থাকেন এবং গরীব মানুষের বাচ্চাদের বেছে নেন। এর মধ্যে খারাপটা কী আছে, আমি বুঝতে পারছি না।”
যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।