Viral Video: সন্তানের শুঁড় ধরে টানার পরিণাম, পা দিয়ে কুমিরকে পিষে মারল মা হাতি

Latest Viral Video: ছোট্ট পুকুরে কুমির ও হাতির রোমহর্ষক লড়াই। শুরুটা করে ওই কুমিরই। বাচ্চা একটি হাতির শুঁড়ে কামড় বসায় সে। রেগে লাল হয়ে সেখানে ছুটে আসে হাতির মা।

Viral Video: সন্তানের শুঁড় ধরে টানার পরিণাম, পা দিয়ে কুমিরকে পিষে মারল মা হাতি
কুমিরকে পিষে মারল হাতি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2022 | 7:14 PM

হাতির সঙ্গে আবার কুমিরের লড়াই হয় নাকি? লড়াই হলেও তা কি কখনও আপনার নজরে এসেছে? এবার তেমনই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে একটি হাতিকে লড়তে দেখা গিয়েছে একটি অ্যালিগেটারের সঙ্গে। সেই লড়াইয়ের ফলাফল কী হল, জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই।

ইউটিউবে লেটেস্ট সাইটিংস নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছ, ছোট্ট পুকুরে কুমির ও হাতির রোমহর্ষক লড়াই। শুরুটা করে ওই কুমিরই। বাচ্চা একটি হাতির শুঁড়ে কামড় বসায় সে। রেগে লাল হয়ে সেখানে ছুটে আসে হাতির মা।

তারপরই ওই মা হাতিটি পাল্টা আক্রমণ করা শুরু করে। বেশ কিছুক্ষণ পা দিয়ে কুমিরটিকে চেপে ধরার চেষ্টা করে সে। শেষমেশ পিষে মেরে ফেলে সরীসৃপটিকে। সেখানে এক পাল হাতি ছিল। তাদের মধ্যে একজনই দলছুট হয়ে কুমিরের সামনে হাজির হয়। আর বাকিরা সবাই পালিয়েও যায়।

এই ইউটিউব ভিডিয়োটি শেয়ার করা হয় বছর খানেক আগে। যত সময় এগিয়েছে, তার ভিউ ততই বেড়েছে। পরবর্তীতে এই ভিডিয়োটিই আবার ইনস্টাগ্রামে শেয়ার করে ‘ওয়াইল্ড লাইফ কালচারাল’ নামক আর একটি পেজ। এর মধ্যেই ভিডিয়োর ভিউ প্রায় 50 হাজার ছাপিয়ে গিয়েছে, 1200-রও বেশি লাইক পড়েছে ভিডিয়োটির।