Viral video: কনেকে কোলে নিয়ে সিড়ি থেকে নামছিলেন বর, পা পিছলে যেতেই শুরু রোম্যান্স…

Groom Viral Video: বর বাবাজী নতুন বউকে কলে তুলে বিয়ের মঞ্চ থেকে সিড়ি দিয়ে নামছিলেন। আর ব্য়াস! যেমন ভয় ছিল, ঠিক তেমনই হল। নতুন কনে আর তার লেহেঙ্গার ওজন সামলাতে না পেরে, ধপাস করে পড়লেন মাটিতে।

Viral video: কনেকে কোলে নিয়ে সিড়ি থেকে নামছিলেন বর, পা পিছলে যেতেই শুরু রোম্যান্স...
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2023 | 10:26 AM

Latest Viral video: চলতি বছরে পুরো শীতকাল জুড়েই একের পর এক বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে। কখনও বরকে নাচতে দেখা গিয়েছে। আবার কখনও নতুন কনেকে ঝগড়া করতে দেখা গিয়েছে। কিন্তু বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমন একটি বিয়ের ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখে আপনার হাসি থামবে না। বর বাবাজী নতুন বউকে কলে তুলে বিয়ের মঞ্চ থেকে সিড়ি দিয়ে নামছিলেন। আর ব্য়াস! যেমন ভয় ছিল, ঠিক তেমনই হল। নতুন কনে আর তার লেহেঙ্গার ওজন সামলাতে না পেরে, ধপাস করে পড়লেন মাটিতে। তার সেই লজ্জা ঢাকতে সঙ্গে সঙ্গে কনেকে চুমু খেতে শুরু করলেন। সেখানে উপস্থিত সদস্য়রা তা ভিডিয়ো করতে থাকলেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, নতুন কনেকে কোলে তুলে বিয়ের মঞ্চ থেকে নামছেন বর। একটা সিড়ি নামতে না নামতেই বরের পা পিছলে যায়। আর ধপাস করে পড়ে যান বউকে নিয়েই। সবার সামনে ওভাবে পড়ে যেতে, বর যে লজ্জা পাননি তা একেবারেই নয়। তিনি লজ্জা ঢাকতে সঙ্গে সঙ্গে নতুন কনেকে চুমু খেতে শুরু করেন। কিন্তু ততক্ষণে কনের মুখের হাসি হারিয়েছে। তবে কনে যাতে কোনওভাবেই কষ্ট না পান, সেদিকে নজর রেখেছেন বর। ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই নজর কেড়েছে অধিকাংশ নেটিজ়েনের।

এক ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ভাইরাল ভিডিয়োটি 2 লাখের বেশি মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কমেন্ট করেছেন, “প্রত্যেকের মনে হচ্ছে বর বউকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে, তিনি স্ত্রীকে চুমু খেয়ে লজ্জা লুকিয়েছেন।”