Viral Video: এক হাতে সন্তান, আর এক হাতে ই-রিক্সার হাতল, ঘুরছে জীবনের চাকা! মায়ের প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনরা
Viral Video Today: ভিডিয়োতে দেখা গেল, তাঁর এক হাতে ই-রিক্সার হাতল আর এক হাতে তিনি সন্তানকে আগলে রেখে দিয়েছেন। তিনি তাঁর এক পা ও হাত দিয়ে বাচ্চাটিকে এমন ভাবেই ধরে রেখেছিলেন, যাতে শিশুটি নির্বিঘ্নে ঘুমোতে পারে।
Latest Viral Video: মায়ের ভালবাসার থেকে ভাল আর কিছু নেই এই দুনিয়ায়। কোলের সন্তানকে দুধেভাতে রাখতে বাঘ-সিংহের সঙ্গেও লড়াই করে নিতে পারেন একটা মা। সেই মা কখনই তাঁর সন্তানকে খালি পেটে ঘুমোতে দেন না। হিন্দি হোক বা বাংলা, সিনেমায় মা’কে বরাবরই ব্যাপক ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। হিন্দির ‘মাদার ইন্ডিয়া’ বা ‘দিওয়ার’ বা বাংলার ‘ইচ্ছে’ মাদের নিয়ে ভারতীয় সিনেমা বিশ্ববাসীর মন জয় করেছে। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা আপনার চোখে জল এনে দিতে পারে বা ঠোঁটের কোণে হাল্কা হাসি ফুটিয়ে তুলতে পারে। ই-রিক্সা চালিয়ে অন্নের সংস্থান করতে হয় সেই মা’কে। কিন্তু তিনি বেরোলে কোলের বাচ্চাটাকে দেখবে কে! দেখার কেউ নেই। তাই, তিনি কোলে বাচ্চাকে নিয়েই চালাচ্ছেন রিক্সা।
ভিডিয়োটি মাত্র 17 সেকেন্ডের। জীবিকা নির্বাহের জন্য মা যে ভাবে ই-রিক্সা চালিয়ে তাঁর সন্তানের দেখভাল করছিলেন, তা সত্যিই সোশ্যাল মিডিয়ায় অনেকের কাছেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভিডিয়োতে দেখা গেল, তাঁর এক হাতে ই-রিক্সার হাতল আর এক হাতে তিনি সন্তানকে আগলে রেখে দিয়েছেন। তিনি তাঁর এক পা ও হাত দিয়ে বাচ্চাটিকে এমন ভাবেই ধরে রেখেছিলেন, যাতে শিশুটি নির্বিঘ্নে ঘুমোতে পারে।
हालातों की जलती धूप में वो हवा सर्द बन जाती है …….. . . . . वो नाजुक सी दिखने वाली “मां” औलाद के लिए “मर्द” बन जाती है…….!!!! pic.twitter.com/DdMxNlkWxy
— खामोश कलम?️?️ (@khamosh_kalam) July 5, 2023
@khamosh_kalam নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি দেখার পরে অনেকেরই চোখে জল এসে গিয়েছে। গত 5 জুলাই ভিডিয়োটি শেয়ার করা হয়। প্রতিবেদনটি লেখার সময় তার ভিউ 483.5K।
টুইটারে মানুষজন ওই মাকে স্যালুট জানিয়েছেন। কেউ আবার বলেছেন, ‘ইনি নারী। মা হওয়ার পর ঈশ্বর নারীদের এক অদ্ভুত ক্ষমতা দিয়ে দেন। সেই ক্ষমতাবলেই মায়েরা সবকিছু করতে পারেন।’