Latest Viral Video: দুর্ঘটনা কখনও বলে-কয়ে আসে না। আর তাই তো তা দুর্ঘটনা। মানুষ মনে করে, তাঁরা ঘরের ভিতরে থাকলেই একমাত্র নিরাপদে থাকেন। সত্যিই কি তাই? এই বর্ষাকাল যেন ঘরে দুধে-ভাতে থাকার সমীকরণটাই বদলে দেয়। ঘোর বর্ষায় আপনার বাড়ির কোন কোণে সাপ, ব্যাঙ, পোকামাকড় বা কত কী-ই যে ঢুকে পড়তে পারে, তা কল্পনাও করতে পারবেন না। সেরকমই একটা ঘটনা নেটপাড়ার লোকজনকে হতবাক করে দিয়েছে। গৃহস্থ বাড়ির রান্নাঘরে এক্কেবারে গ্যাস সিলিন্ডারের পিছনে ঘাপটি মেরে লুকিয়ে ছিল একটি বিশালাকার কিং কোবরা। সেই ভিডিয়ো দেখে অনেকেই আঁতকে উঠেছেন। তাহলে একবার ভেবে দেখুন, যিনি সেখানে রান্না করছিলেন, তাঁর অবস্থাটা কী হয়েছিল!
সাপ বড় হোক বা ছোট, বিষাক্ত হোক আর না-ই বা হোক, বর্ষাকালে তারা নিরাপদ জায়গার খোঁজে লোকালয়ে বাড়ির অন্দরে ঢুকে পড়ে। কিন্তু সমস্যাটা হল, তারা এমনই জায়গায় লুকিয়ে থাকে যেখান থেকে তাদের দেখতে পাওয়া দুষ্কর। তার থেকেও বড় কথা হল তা বিপজ্জনকও বটে। কারণ, অন্ধকারে কোথা থেকে কীভাবে একটা সাপের গায়ে মানুষের পা লেগে যায়, তাতে তো বিপদ বাড়ে বৈকি! এমনকি, জুতোর ভিতরে বা টয়লেটে কোমডের ভিতরেও সাপকে লুকিয়ে থাকতে দেখা যায়।
রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের আড়ালে লুকিয়ে ছিল বিরাট কিং কোবরাটি। মহিলা যখন রান্না করতে যান, সে সময়ই সাপটির হিসসস শব্দ তাঁর কানে আসে। প্রথমে তিনি ভেবেছিলেন, গ্যাসের পাইপ লিক করেছে হয় তো। কিন্তু তারপরে যখন সিলিন্ডারের দিকে মুখটা বাড়ালেন, স্তম্ভিত হয়ে গেলেন। দেখলেন, ফণা উঁচিয়ে রয়েছে ওই বিশাল কিং কোবরাটি।
ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ব্যাপক ভাইরালও হয়েছে তা। মহিলা ও তার পরিবারকে বারংবারই ফণা তুলে ভয় দেখাতে থাকে কিং কোবরা। সাপটা কিছুক্ষণের মধ্যেই সিলিন্ডারের পিছন থেকে বেরিয়ে আসে। তবে তাকে ওই রান্নাঘর ও বাড়িটি থেকে বের করতে উদ্ধারকারী দলকে ডাকতে হয়নি। রান্নাঘরের পাশের জানলা দিয়েই বেরিয়ে যায় সাপটি। আর সেই সময়ই দেখা যায়, আকারে সে কতটা বড়। এই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনদের অনেকেই বলেছেন, এবার থেকে রান্নাঘরে যাওয়ার আগে সবদিক ভাল করে দেখে নিতে হবে।