Viral Video: জায়ান্ট বলপেন, কলমের ওজন ৩৭ কিলোর বেশি, লম্বায় ১৮ ফুট
Giant Ball Pen: অতিকায় এই পেন সত্যিই চমকে দেওয়ার মতো জিনিস। তারপর আবার এই পেন দিয়ে লেখাও সম্ভব। ফলে চমক একদম দ্বিগুণ।
তরোয়ালের থেকে কলমের (Pen) জোর অনেক বেশি। প্রাচীন এই প্রবাদ অনেকাংশেই সত্যি। তবে শুধু জোর নয় কলম যে আকার-আয়তন-ওজনেও শক্তিশালী হতে পারে এবার তারই নিদর্শন পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে। সেখানে দেখা গিয়েছে এক অতিকায় পেন, যাকে ঘাড়ে তুলে নিয়ে যেতে জনা পাঁচেক লোকের প্রয়োজন। এই পেনের ওজন ৩৭.২৩ কিলোগ্রাম। ১৮ ফুট বা ৫.৫ মিটার লম্বা এই পেন দিয়ে কিন্তু লেখাও যাবে। বিশ্বের সর্ববৃহৎ পেনের খেতাব জিতে নিয়েছে এই অতিকায় বলপেন। শুধু তাই নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে এই পেন এবং অতি অবশ্যই তার স্রষ্টা হায়দরবাদের বাসিন্দা আচার্য মাকুনুরি শ্রীনিবাস। ২০১১ সালে এই ব্যক্তি এবং তাঁর টিম এই সুবিশাল পেনটি তৈরি করেছেন, ইনস্টাগ্রামে বর্তমানে ভাইরাল হয়েছে এই পেনের ভিডিয়ো। রিলসের মাধ্যমে দেখা গিয়েছে, বেশ কয়েকজন ব্যক্তি ঘাড়ে করে এই পেন নিয়ে যাচ্ছেন।
বিশ্বের সবচেয়ে বড় বলপেন, দেখুন সেই সুবিশাল পেনের ভিডিয়ো
View this post on Instagram
অনেকে হয়তো একঝলক দেখে ভাবতে পারেন যে এই পেন শুধুই দেখার জন্য। তবে তা কিন্তু নয়। দিব্যি লেখা যাবে এই পেন দিয়ে। ভিডিয়োতে সেটা দেখানোও হয়েছে। একটা বড় সাদা কাগজে গোল একটা মুখ আঁকা হয়েছে। শ্রীনিবাস ও তাঁর দলের সদস্যরা একসঙ্গে পেনটিকে ধরে ওই মুখ এঁকেছেন। এই পেনের বাইরের অংশ পিতল দিয়ে তৈরি যার ওজন ৯ কিলোগ্রাম। এর আগে ২০১১ সালের ২৪ এপ্রিল হায়দরাবাদেই ১.৪৫ মিটার লম্বা বা ৪ ফুট ৯ ইঞ্চির একটি পেন তৈরি হয়েছিল। তবে নতুন পেনটি পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে। সুবিশাল এই পেন থেকে নেট দুনিয়ায় অনেকেই বলেছেন একঝলক দেখে মনে হয়েছিল যেন এটা কোনও মিসাইল। তবে পরে তাঁদের ভুল ভেঙেছে। কিন্তু যদি এই পেন থেকে কালি বেরোয় তাহলে কী হবে সেই প্রশ্নও তুলেছেন অনেকে।
অতিকায় এই পেন সত্যিই চমকে দেওয়ার মতো জিনিস। তারপর আবার এই পেন দিয়ে লেখাও সম্ভব। ফলে চমক একদম দ্বিগুণ। আর এই পেন গিনেস ওয়ার্ল্ড বুকেও নাম তুলে ফেলায় খুশি সকলে। নির্মাতাদের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োতে ক্রমশ বাড়ছে ভিউ, লাইক, কমেন্ট। সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। ইনস্টাগ্রামে Guinness World Records- এর অ্যাকাউন্ট থেকেই এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে।