Viral Video: বার্গার না পেয়ে একরত্তির রাগ-অভিমান! ভিডিয়ো ভাইরাল টুইটারে
ওই বাচ্চা ছেলের পরিবারের সকলে নিজেদের জন্য বার্গার অর্ডার করেছিলেন। এদিকে বেমালুম ভুলে গিয়েছিলেন একরত্তি ছেলেটির কথা। আর তাতেই বেজায় ক্ষেপে গিয়েছে বাচ্চাটি।
বাড়ির সকলে মিলে বার্গার অর্ডার করেছেন। এদিকে বেমালুম ভুলে গিয়েছেন সবচেয়ে ছোট্ট সদস্যের কথা! যেকোনও পরিবারে এমন ঘটনা ঘটলে আর রক্ষা নেই। গাল ফুলিয়ে একরত্তির গোঁসা করতে সময় লাগবে কয়েক মুহূর্ত। কিন্তু সেই রাগ ভাঙাতে সময় লেগে যেতে পারে অনেকটা। ঠিক এমন ঘটনাই ঘটেছে ছোট্ট এক ছেলের সঙ্গে। বাড়ির বাকিরা তার জন্য বার্গার অর্ডার করেনি শুনে সে কী রাগ তার। শুধুই কী রাগ, শিশুমনে অভিমানের পাহাড়ও জমে গিয়েছে নিমেষে। এতই রাগ হয়েছে ওই বাচ্চা ছেলের যে পর্দার আড়ালে মুখ লুকিয়ে বসেছে সে। তার পাশাপাশি সাফ কথায় জানিয়ে দিয়েছে, বার্গার সে মোটেই খাবে না।
টুইটারে ভাইরাল হয়েছে ওই একরত্তির ভিডিয়ো। বাচ্চা ছেলেটির কথাবার্তা শুনে নেটিজ়েনদের অনেকেই বলেছেন, ‘বার্গার না পেয়ে বেচারা বড় অভিমান করেছে। সত্যিই তো মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। বাড়ির সবচেয়ে ছোট সদস্যের কথা ভুলে গিয়ে কীভাবে বার্গার অর্ডার করেছেন বাকিরা? এমনটা করা মোটেই উচিত হয়নি।’ অনেকে অবশ্য বলেছেন, ‘নির্ঘাত বাচ্চাটিকে ক্ষেপানোর জন্য এমনটা করেছেন পরিবারের বাকিরা। শুধু রাগিয়ে দেওয়ার জন্যই মজা করে বাচ্চা ছেলেটিকে বলা হয়েছে যে, তার জন্য বার্গার আনা হয়নি। আসলে নিশ্চয় আনা হয়েছে।’
দেখুন বাচ্চা ছেলেটির রাগের ভিডিয়ো
Burger ke liye itni narazgi bhi theek nahi??? pic.twitter.com/PqodpfjctJ
— Mohammed Futurewala (@MFuturewala) July 21, 2021
ভিডিয়োতে বাচ্চা ছেলেটি ছাড়াও আর একজন মেয়ের কণ্ঠস্বর শোনা গিয়েছে। অভিমানী বাচ্চা ছেলেটির সঙ্গে কথোপকথন চালাচ্ছিলেন তিনি। অনুমান, সেই সঙ্গে ভিডিয়ো তুলছিলেন। এক মিনিট ১৮ সেকেন্ডের ভিডিয়োতে বাচ্চা ছেলেটিকে বেশ রেগে রেগে বারবার বলতে শোনা গিয়েছে, ‘আমার সঙ্গে কথা বোলো না। আমি বার্গার খাবো না। তুমি নিজের বার্গার তাড়াতাড়ি খেয়ে নাও। আমি খাবো না।’ পাশ থেকে মেয়েটিকেও আবার বলতে শোনা গিয়েছে, ‘তোমার কাছে তো বার্গার খাওয়ার টাকা নেই। বাবার থেকে টাকা নিয়ে এসো।’ মেয়েটির কথাবার্তা শুনে আরও রেগে গিয়েছে বাচ্চা ছেলেটি। শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে চলেই গিয়েছে সে। নেটিজ়েনদের অনেকে আবার বলেছেন, ‘একটা বার্গারের জন্য এত রাগ করা ঠিক নয়।’
আরও পড়ুন- ইয়ে করার জায়গা, বেসিন, বাথটব— সোনায় মোড়া সবকিছু! তদন্তে নেমে চোখ কপালে অফিসারদের!