Viral Video: বাচ্চাকে স্নান করাচ্ছে মা বাঁদর, ঠিক যেন মানুষের মতো! দেখুন ভিডিয়ো

আইএফএস অফিসার সুশান্ত নন্দা এই ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর টুইটার হ্যান্ডেলে। সেখানে দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে বাচ্চা একটি বাঁদরকে ধরে বেঁধে স্নান করাচ্ছে তার মা।

Viral Video: বাচ্চাকে স্নান করাচ্ছে মা বাঁদর, ঠিক যেন মানুষের মতো! দেখুন ভিডিয়ো
মায়েদের নিয়ম কিন্তু সর্বত্র এক, তা সে বাঁদর হোক বা মানুষ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2021 | 1:49 PM

ছোট্ট বাচ্চাদের স্নান করানো বেশ ঝক্কির ব্যাপারে। কিছুতেই স্নান করতে চায় না ওরা। এদিকে জল ঘাঁটতে ওস্তাদ। তাই অনেক সময়েই দেখা যায় বড় গামলায় জল দিয়ে একরত্তিকে বসিয়ে দিয়েছেন মা। তারপর বাচ্চার জল ঘাঁটার ফাঁকে ভুলিয়ে ভালিয়ে তাকে স্নান করিয়ে দিয়েছেন তিনি। মাথায় শ্যাম্পু থেকে গায়ে সাবান মাখানো, সবই বেশ দ্রুততার সঙ্গে নিপুণ ভাবে করে ফেলেন একজন মা। হবে নাই বা কেন, মা তো। পটু হাতে সবটা একাই সামলে নেওয়ার ক্ষমতা রাখেন তিনি।

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মায়ের তাঁর সন্তানকে স্নান করানোর ভিডিয়ো। যদিও এক্ষেত্রে মা এবং সন্তান দু’জনেই বাঁদর। কিন্তু তাতে কী? স্নান করানোর ধরন দেখলে ভাবতে পারেন নির্ঘাত মা বাঁদরটি অনেকদিন মানুষের সংস্পর্শে ছিল। নাহলে কীভাবে এমন করে মানুষের কায়দায় নিজের বাচ্চাকে স্নান করাচ্ছে সে! ভারতীয় বনবিভাগের আধিকারিক(আইএফএস অফিসার) সুশান্ত নন্দা এই ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর টুইটার হ্যান্ডেলে। সেখানে দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে বাচ্চা একটি বাঁদরকে ধরে বেঁধে স্নান করাচ্ছে তার মা। বাচ্চাটি অবশ্য কিছুতেই জল নামতে চাইছে না। বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সে।

দেখুন বাঁদর ছানাকে স্নান করানোর ভিডিয়ো

কিন্তু মায়ের নাগাল থেকে কি এত সহজে পালানো যায়? যতবারই বাঁদর ছানাটি পালাতে গিয়েছে, তার মা টেনে তাকে জলে নামিয়ে দিয়েছে। তারপর ঘষে ঘষে স্নান করিয়ে দিয়েছে। ঠিক মানুষেরই মতো সন্তানকে দু’পায়ের মাঝে জাপটে রেখে জল দিয়ে স্নান করাতে দেখা গিয়েছে মা বাঁদরকে। অনুমান, জঙ্গলের মধ্যেই কোনও গর্ত জাতীয় এলাকায় জল জমে একটা ছোট জলাশয় তৈরি হয়েছে। সেখানেই বাচ্চাকে স্নান করাচ্ছিল ওই মা বাঁদরটি। তার আশপাশে আরও কয়েকটি বাঁদর ছানাও দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনরা বলছেন, মায়েরা ঠিক এভাবে বাচ্চাকে স্নান করান। জলের থেকে তার ভয় দূর করেন। মানুষ হোক বা বাঁদর, মায়েদের নিয়ম সর্বত্র এক। আর এই বাঁদর মা যে বেশ কড়া, ভিডিয়ো দেখেই তা বোঝা গিয়েছে।

আরও পড়ুন- Viral Video: বার্গার না পেয়ে একরত্তির রাগ-অভিমান! ভিডিয়ো ভাইরাল টুইটারে