Viral Video: বাড়িতে কুকুরের বাচ্চা আসতেই ভয়ে হাউ হাউ করে কান্না জুড়ল ছোট্ট ছেলেটা
Little Boy Meets Puppy: একটি পরিবারে সবেমাত্র আগমন হয়েছে নতুন অতিথির, ছোট্ট একটা কুকুরের বাচ্চা। আর সেই নতুন সদস্য অর্থাৎ ছোট্ট অতিথিকে দেখা মাত্রই সে বাড়ির ছোট ছেলে ভয়ে কাঁদতে শুরু করে দিল।
কুকুর দেখে কারা ভয় পান? অনেকেই পান, ছোট-বড় মিলিয়ে কুকুরে ভয় রয়েছে অনেকেরই। কিন্তু পোষ্য কুকুর দেখে কে ভয় পায়? এই উত্তরটা সম্ভবত কারও জানা নেই। মানে পোষ্য কুকুর দেখে যদি ভয়ই লাগে, তাহলে কিসের আর কুকুর পোষা। কিন্তু এবার তেমনই এক কাণ্ড দেখা গেল। একটি পরিবারে সবেমাত্র আগমন হয়েছে নতুন অতিথির, ছোট্ট একটা কুকুরের বাচ্চা। আর সেই নতুন সদস্য অর্থাৎ ছোট্ট অতিথিকে দেখা মাত্রই সে বাড়ির ছোট ছেলে ভয়ে কাঁদতে শুরু করে দিল। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।
View this post on Instagram
ইনস্টাগ্রামে পিউবিটি নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। 3 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। বহু মানুষ নানাবিধ মন্তব্য করেছেন। কেউ এই ভিডিয়ো দেখে খুব মজা পেয়েছেন। কেউ আবার বলেছেন, ছোট্ট বাচ্চাকে দেখে ভয় পাচ্ছে আর একটা ছোট বাচ্চা।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “কুকুরের বাচ্চাটি এতটাই বিভ্রান্ত সে শুধু বাচ্চা ছেলেটার সঙ্গে বন্ধু হতে চায়।”
কেউ আবার এই ভিডিয়ো দেখে এমনও মন্তব্য করেছেন যে, ওরা শীঘ্রই খুব ভাল বন্ধু হবে।