Viral Video: মাথার চুলের বিনিময়ে কটন ক্যান্ডি! দোকানের আজব বিনিময় প্রথা শুনে অবাক নেটিজ়েনরা

Viral Video: রাস্তার পাশে নিজের সাইকেলের উপরেই দোকান খুলেছেন প্রতাপ সিং। সেখানেই মানুষের মাথার চুলের বিনিময়ে বিক্রি হয় মিষ্টি তুলো।

Viral Video: মাথার চুলের বিনিময়ে কটন ক্যান্ডি! দোকানের আজব বিনিময় প্রথা শুনে অবাক নেটিজ়েনরা
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 11:09 PM

প্রাচীন যুগে চালু ছিল বিনিময় প্রথা (Barter System) কোনও কিছু বস্তুর বিনিময়ে ক্রয় করা যেত আর একটি জিনিস। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজ়েনরা। কারণ ওই ভিডিয়োতে দেখা গিয়েছে এক দোকানদার কটন ক্যান্ডি (Cotton Candy) বা বুড়ির চুল বিক্রি করেন মানুষের চুলের পরিবর্তে। শুনে চমকে যাচ্ছেন? সত্যিই এমনটা হচ্ছে। ইউটিউবের ফুড ব্লগার বিশাল এই দোকানদারকে খুঁজে পেয়েছেন, তাঁর নাম প্রতাপ সিং। মিষ্টি তুলো বিক্রি করেন এই দোকানদার। কিন্তু বুড়ির চুল বা মিষ্টি তুলো কিংবা কটন ক্যান্ডি বিক্রি করার জন্য এই দোকানদার চালু রেখেছেন বিনিময় প্রথা। ভারী অদ্ভুত এক জিনিসের বিনিময়ে কটন ক্যান্ডি বিক্রি করেন এই দোকানদার।

মানুষের চুলের বিনিময়ে পাওয়া যাচ্ছে কটন ক্যান্ডি! দেখুন ভাইরাল ভিডিয়ো

রাস্তার পাশে নিজের সাইকেলের উপরেই দোকান খুলেছেন প্রতাপ সিং। সেখানে রয়েছে গোলাপি রঙের কটন ক্যান্ডি। বাচ্চারা ভিড় করে থাকে এই দোকানে। সকলেই কিনতে চায় মিষ্টি তুলো। কিন্তু তার বদলে দিতে হয়ে মানুষের চুল। তাই বাচ্চারা হাজির হয় তাদের মায়েদের মাথা আঁচড়ানোর সময় পড়ে যাওয়া চুলের দলা নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা মায়েদের থেকেই চুলের যোগান পায়। অবশ্য অন্যান্য ভাবেও আসে মাথার চুল। আর তার বিনিময়ে পাওয়া যায় মিষ্টি। বাচ্চা থেকে বড় সকলের জন্যই কটন ক্যান্ডি কেনার নিয়ম এক। যে যতটা মানুষের চুল আনবে, তার সমপরিমাণ মিষ্টি তুলে বানিয়ে ওই খরিদ্দারের হাতে তুলে দেবেন এই দোকানদার।

কিন্তু এত মানুষের চুল নিয়ে ওই দোকানদার করেন কী?

জানা গিয়েছে, যারা পরচুল তৈরি করেন, তাঁদের কাছে এই মানুষের চুল ৩০০০ টাকা কিলো দরে বিক্রি করে দেন এই দোকানদার। গত চার থেকে পাঁচ বছর ধরে এভাবেই উপার্জন করেন এই ব্যক্তি। প্রতাপ সিংয়ের ভাবনাকে কুর্নিশ জানিয়েছে নেট দুনিয়া। নেটিজ়েনরা বলছেন, সত্যিই যাঁদের চুলের সমস্যা রয়েছে তাঁদের অনেকে একপ্রকার বাধ্য হয়েই পরচুল ব্যবহার করেন। সেক্ষেত্রে এই দোকানদার পরচুল নির্মাণকারীদের কাছে মানুষের চুল বিক্রি করে পরোক্ষে ওই পরচুল ব্যবহারকারীদের এবং প্রত্যক্ষ ভাবে পরচুল নির্মাতাদের সাহায্য করছেন। এটা সত্যিই প্রশংসার।

ইউটিউবে ফুড ব্লগার বিশালের চ্যানেল থেকে এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এই দোকানদারের কাহিনি। ইউটিউবে ‘ফুডি বিশাল’ চ্যানেলে এই ভিডিয়োর ইতিমধ্যেই ৮০ হাজারের বেশি ভিউ হয়েছে। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট, ভিউয়ের সংখ্যা। সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছবিটা প্রায় একইরকম। নেটিজ়েনদের অনেকেই এই দোকানদার কোথায় নিজের সাইকেল থামিয়ে মিষ্টি তুলোর দোকান দেন, তা জানতে চেয়েছেন।

আরও পড়ুন- Viral Video: ছোট্ট ইঁদুরকে গাড়ি চাপা পড়া থেকে বাঁচাল বুদ্ধিমান কাক! দেখুন ভাইরাল ভিডিয়ো